তাপপ্রবাহ থাকতে পারে আরও ৩ দিন: আবহাওয়া অধিদপ্তর

প্রচণ্ড গরমের মধ্যে রাজধানীর ক্রিসেন্ট লেকের পানিতে গোসল করছে শিশু-কিশোরেরাছবি: শুভ্র কান্তি দাশ

দেশজুড়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও অন্তত তিন দিন অব্যাহত থাকতে পারে। আজ শুক্রবার এ কথা জানিয়ে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আজ রাজধানীতে ২৪ ঘণ্টার মধ্যে তাপমাত্রা বেড়েছে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন দিনের মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনাও দেখছেন না আবহাওয়াবিদেরা। দেশের উত্তর-পূর্বাঞ্চলে কিছু্টা বৃষ্টি হলেও তাতে তাপ খুব কমেনি।

আজ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক এক বার্তায় জানান, আগামী তিন দিন চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আর এ সময় তাপমাত্রা আরও বাড়তে পারে। এ সময় বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে মানুষের অস্বস্তি বাড়তে পারে বলেও বার্তায় জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এই গরমে মানুষের অস্বস্তি বেশি হওয়ার কারণ, এখন বাতাসে প্রচুর জলীয় বাষ্প আছে। এর ফলে প্রচুর ঘাম হয়। তাতে মানুষ ক্লান্ত হয় এবং শরীর দুর্বল হয়ে যায়।

তরিফুল নেওয়াজ কবীর বলেন, আগামী তিন দিন তাপমাত্রা কমার সম্ভাবনা কম। এ সময় কমা-বাড়ার মধ্যেই থাকতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ও চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত বছর ১৭ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পাবনার ঈশ্বরদীতে, ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল গত বছরের সর্বোচ্চ তাপমাত্রা। এমনিতে এই এপ্রিল মাস দেশের সবচেয়ে গরমের মাস। এ মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।