তীব্রতা টের পেয়েছে ঢাকার এক কোটি মানুষ
গতকাল শুক্রবার সকালে ঢাকা শহরে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে, উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকা থেকে ২৫ কিমি দূরে অবস্থিত। ইউএসজিএস-এর মতে, ৭ কোটির বেশি মানুষ মৃদু এবং পৌনে ৭ কোটি মানুষ হালকা ঝাঁকুনি অনুভব করেছেন। এ ঘটনায় অন্তত ১০ জন মারা গেছেন এবং ছয় শতাধিক আহত হয়েছেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।