তাপ বেড়েছে, আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তিন দিন ধরে চলা বৃষ্টি গতকাল শুক্রবার থেকে অনেকটাই কমে গেছে। সেই সঙ্গে বেড়েছে তাপমাত্রা। আজ শনিবারও তাপমাত্রা গতকালের মতোই থাকতে পারে। বৃষ্টিও কম থাকতে পারে।
তবে আগামীকাল রোববার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এই বৃষ্টির পরিমাণ খুব বেশি হওয়ার সম্ভাবনা কম। তবে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে।
বর্ষা ঋতুর দ্বিতীয় মাস শ্রাবণ চলছে। এ সময় স্বাভাবিকভাবেই বৃষ্টি হওয়ার কথা। আর সে নিয়ম মেনেই যেন চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। তবে গতকাল বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে।
আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় এর মধ্যে ৩০টি স্টেশনই ছিল বৃষ্টিশূন্য। সেই সঙ্গে দেশের তাপমাত্রাও বেড়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পাবনার ঈশ্বরদীতে, ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের কয়েকটি উপকূলীয় এলাকা বাদ দিয়ে দেশের বেশির ভাগ এলাকাতেই বৃষ্টি কম হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে, ২১২ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বৃষ্টি অনেকটাই কমে এসেছে। শনিবারও বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা কম। তবে রোববার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।