এমন শীত থাকবে আরও কয়েক দিন

রাজধানীসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় এমন শীত আরও কিছুদিন থাকবেপ্রথম আলো ফাইল ছবি

পৌষের মাঝামাঝিতে এসে ঢাকা শহরে কয়েক দিন থেকে শীত বেড়েছে। আজ শুক্রবার ভোরে রাজধানী ছিল কুয়াশায় ঢাকা। কোথাও কোথাও দেখা গেছে মাঝারি থেকে ঘন কুয়াশা, আকাশও মেঘলা। শুধু ঢাকা নয়, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় শীত বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘এ ধরনের শীত জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। তবে সপ্তাহের শুরুতে কোথাও কোথাও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’

সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি জেলায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাতের তাপমাত্রাও গত কয়েক দিনের তুলনায় কিছুটা কমেছে।

সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

গতকাল দেশে সর্বনিম্ন তাপমাত্রার ছিল চুয়াডাঙ্গা জেলায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল পর্যটন এলাকা কক্সবাজারে, ২৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে এবং ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন