বৃষ্টিতে কুয়াশা কেটেছে অনেকটা, রাতে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, রাজধানীতে সামান্য বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণের জনপদ চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় অপেক্ষাকৃত বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে। এতে আজ শুক্রবার অনেক স্থানে কুয়াশা খানিকটা কেটে গেছে বলে মনে করেন আবহাওয়াবিদেরা। কুয়াশা কেটে সূর্যের আলো বেশি থাকায় আজ দিনের তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। তবে রাতে তাপমাত্রা আবার কমে যাবে বলে আবহাওয়ার পূর্বাভাস।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। এর মধ্যে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টি হয়। পাশাপাশি যশোরে ১৯ ও সাতক্ষীরায় ১৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল সামান্য।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা অনেকটা কমেছে। আর রোদ থাকায় দিনের তাপমাত্রাও বেড়েছে। তবে আজ রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। দেশের উত্তর–পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।