ঢাকায় ভোর থেকে বৃষ্টি, বাড়তে পারে আরও

বৃষ্টি
ফাইল ছবি

রাজধানীতে আজ সোমবার ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। থেমে থেমে বৃষ্টি চলেছে প্রায় সকাল আটটা পর্যন্ত।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবারও দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে গতকাল রোববারের মতোই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঢাকাসহ উত্তর–মধ্যাঞ্চলে বৃষ্টি সামান্য বাড়তে পারে। তবে উপকূলীয় জেলাগুলোর মতো প্রবল বর্ষণ হওয়ার আশঙ্কা নেই। বৃষ্টি বেড়ে যাওয়ায় আজ দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে।

আরও পড়ুন

চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও বেশ বৃষ্টি ঝরছে। গত মাসজুড়ে প্রায় বৃষ্টিহীন থাকার পর আগস্টে এসে যেন ওই ঘাটতি পুষিয়ে দেওয়া শুরু করছে প্রকৃতি। তবে এতে ওই দুই বিভাগের বাসিন্দারা বিপদে পড়েছেন।

গতকাল রোববারের ভারী বৃষ্টিপাতে ওই দুই বিভাগীয় শহর তো বটেই, অন্যান্য জেলা ও উপজেলা সদরগুলোও ডুবেছে। উল্টো দিকে ঢাকাসহ দেশের উত্তর ও মধ্যাঞ্চলে সারা দিন আকাশ কালো করে মেঘ থেকেছে ঠিকই। বৃষ্টিও হয়েছে ।

আরও পড়ুন

এদিকে মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। দমকা হাওয়া ও সাগর বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে নৌযানগুলোকে উপকূলের কাছ থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, পুরো আগস্ট মাসে গড়ে চট্টগ্রাম শহরে গড়ে ৫৩০ মিলিমিটার বৃষ্টি হয়। গতকাল রাত ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় সেখানে ৩২৪ মিলিমিটার বৃষ্টি ঝরেছে, যা এই বছরের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত। তবে ওই ২৭ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ৩৪৭ মিলিমিটার। ঢাকায় গতকাল সারা দিনে মাত্র ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন