তাপপ্রবাহ আজ থেকে কমে আসতে পারে

আজ থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে। সেই সঙ্গে দেশের কিছু স্থানে আজ বৃষ্টিরও সম্ভাবনা আছে।

গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রচণ্ড গরম পড়েফাইল ছবি

দেশের অন্তত ৩৫ জেলায় গতকাল মঙ্গলবার মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। এ তাপপ্রবাহ শুরু হয়েছে গত শনিবার। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বুধবার থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে। সেই সঙ্গে দেশের কিছু স্থানে আজ বৃষ্টিরও সম্ভাবনা আছে।

গতকাল রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অন্তত ৩৫ জেলায় গতকাল মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। উত্তরের জেলা নীলফামারীতে বয়ে যায় মাঝারি তাপপ্রবাহ।

তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলে তা মৃদু তাপপ্রবাহ বলে ধরা হয়। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ বলে মনে করা হয়। গতকাল নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রচণ্ড গরম পড়ে। রাজধানীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তবে গতকাল সন্ধ্যার দিকে নোয়াখালী, নরসিংদী, টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও পূর্বাভাস আছে।

এ বৃষ্টির ফলে তাপমাত্রা অন্তত গতকালের চেয়ে আজ কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, এখন মৌসুমি বায়ুর সময় হলেও এটি কম সক্রিয়। তবে তা সক্রিয় হতে পারে। এর প্রভাবে বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

চলতি মাসে দেশে একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। আগামী কয়েক দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয় থাকার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সে সময় ভারী বর্ষণের সম্ভাবনা আছে।

গতকাল রাত ৯টার পর থেকেই রাজধানীতে বাতাস বইতে শুরু করে। আকাশ মেঘলা হয় এবং কিছু জায়গায় হালকা বৃষ্টিও হয়। গতকাল রাজধানীতে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।