কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে

কুড়িগ্রামে আজ রোববার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে জেলার প্রায় আড়াই লাখ মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন।
কুড়িগ্রামে আজ রোববার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে জেলার প্রায় আড়াই লাখ মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন।

কুড়িগ্রামে আজ রোববার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে জেলার প্রায় আড়াই লাখ মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে। কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম-যাত্রাপুরে অনেক স্থানে সড়কের ওপর দিয়ে পানি বয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই সড়কের শুকনো স্থানে বন্যাকবলিত পরিবারগুলো আশ্রয় নিয়ে আছে।

আজকেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে। এতে বন্যাকবলিত মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ সকালে ধরলা নদীর পানি বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র চিলমারী পয়েন্টে ৬৮ সেন্টিমিটার, দুধকুমার নদে ৩৫ সেন্টিমিটার এবং তিস্তা কাউনিয়ায় ২২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া জেলা শহরের আশপাশে ধরলা ও ব্রহ্মপুত্র নদের অববাহিকায় পাঁচগাছি, যাত্রাপুর, ঘোড়াদহ, ভোগডাঙা ইউনিয়নের অধিকাংশ এলাকার ঘরবাড়িতে পানি উঠেছে। বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেওয়ায় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। চিলমারী উপজেলার নয়ারহাট, রৌমারী বধলমারা ও কুড়িগ্রাম সদরে যাত্রাপুর ও ঘোড়াদহ ইউনিয়নে বিভিন্ন এলাকায় পানির তীব্র স্রোত ও অতি বৃষ্টিতে ভাঙন দেখা দিয়েছে। গতকাল কয়েকটি স্থান ঘুরে দেখা গেছে, লোকজন ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে।