কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন
ছবি: প্রথম আলো

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত–সংলগ্ন লেম্বুর চরে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শনিবার রাতে জোয়ারে ডলফিনটি ভেসে আসে। আজ রোববার সকালে এটি স্থানীয় মানুষের নজরে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ডলফিনটির দৈর্ঘ্য ১০ ফুট। এটির মুখে ও গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক প্রথম আলোকে বলেন, মৃত ডলফিনটি উদ্ধার করে বন বিভাগ মাটি চাপা দেওয়ার ব্যবস্থা নিয়েছে।

ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকো ফিশ-২) অ্যাক্টিভিটির পটুয়াখালীর সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় বেশ কিছুদিন ধরে একশ্রেণির জেলেরা হাজারি বড়শি (দড়ির সঙ্গে ৬ ইঞ্চি পরপর বড়শি পাতা থাকে) ফেলে শাপলাপাতা মাছসহ অন্য প্রজাতির মাছ ধরে থাকেন। দড়ির সঙ্গে বড়শি বাঁধা থাকে ৮০০ থেকে ১ হাজার। বড়শিগুলো মাটির সঙ্গে মিশিয়ে ফেলে রাখা হয়। এসব বড়শি ধারালো হয়। ধারণা করা হচ্ছে, ডলফিনটি এ ধরনের বড়শিতে আটকা পড়ে আঘাত পেয়ে মারা গেছে।

মৎস্য অধিদপ্তর বরিশালের কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. কামরুল ইসলাম বলেন, এ ধরনের ডলফিন উত্তর ও দক্ষিণ মেরুর শীতল জল ছাড়া প্রায় প্রতিটি সমুদ্রে পাওয়া যায়। সাধারণত এ ধরনের ডলফিনকে বোতলজাতীয় ডলফিন বলা হয়। এ জাতীয় ডলফিন উপকূলীয় অঞ্চলে বাস করে। এসব ডলফিন ছোট ছোট দলে বা বৃহত্তর দলে বিচরণ করে থাকে।