গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

বৃষ্টি
ফাইল ছবি

রাজধানীতে আজ শনিবার সকাল থেকেই বেশ গরম। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গত বুধবারের পর থেকে গরম কিছুটা কম ছিল। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সকাল ১০টা ৫০ মিনিটে সিলেট বিভাগে ৪ দশমিক ১ মাত্রার মৃদু ভূমিকম্প হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে গত ২৮ এপ্রিল সকাল ৮টা ২২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।