সুস্বাদু ড্রাগন ফল

রাঙামাটির পাহাড়ি জনপদে ড্রাগন ফলের আবাদ বেশ বেড়েছে ।এই ফলের চাহিদাও রয়েছে বেশ। বাগানে এই ফল ৩৫০–৪০০টাকা কেজি দরে বিক্রি হলেও শহরে প্রতি কেজি আরেকটু বেশি। ড্রাগন ফলের ভেতরটা যেমন রাঙা, খেতেও সুস্বাদু। কাউখালী উপজেলার ঘাগড়া চম্পাতলী বাগানে ড্রাগন ফলের কিছু ছবি নিয়ে এই গল্প।

১ / ৬
কাটার পর ড্রাগন ফলের দৃষ্টিনন্দন ফালি
২ / ৬
বাগান থেকে ড্রাগন ফল আহরণ
৩ / ৬
বিক্রির জন্য বাজারে নেওয়ার অপেক্ষা
৪ / ৬
গাছে পাকতে শুরু করেছে ড্রাগন ফল
৫ / ৬
ড্রাগন ফুল
৬ / ৬
ফলের মতো ফুলটিও বেশ আকর্ষণীয়