তালপাকানো গরমের পর এবার বৃষ্টির পালা

আজ সোমবার রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানে বৃষ্টি চলবে।
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ সারা দেশে বেশ কয়েক দিন ধরেই বেশ গরম পড়েছে। যাকে বলে ভাদ্রের তালপাকানো গরম। এবার শুরু হবে বৃষ্টির পালা। এ পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, এই বৃষ্টি টানা কয়েক দিন চলবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, আজ সোমবার রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানে বৃষ্টি চলবে। কাল থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে।

গতকাল রোববার সারা দেশে কমবেশি বৃষ্টি হয়। বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম, মিজোরাম ও পশ্চিমবঙ্গেও বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে আবার একটি লঘুচাপ তৈরি হয়েছে। লঘুচাপটি বাংলাদেশ থেকে বেশ দূরে অবস্থিত। লঘুচাপটির অবস্থান ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলের কাছাকাছি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে বিপুল পরিমাণে মেঘমালা বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। এ কারণে বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিনে তা বাড়তে পারে।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ‍ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।