দুর্বল লঘুচাপ বৃষ্টি ঝরাচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়

রাজধানীতে সকালের দিকে বৃষ্টি হয়েছে
ছবি: সাবিনা ইয়াসমিন

ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর-পশ্চিম এলাকায় থাকা লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, রংপুর বিভাগের অনেক জায়গায় আজ বৃষ্টি হচ্ছে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ও ভারী ধরনের বৃষ্টি হতে পারে।

নাজমুল হক আরও বলেন, ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে দুপুর ১২টার পরে। রাজধানীর সব জায়গায় অবশ্য বৃষ্টি হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাজধানীতে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, টাঙ্গাইলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এর পরিমাণ ছিল ১২১ মিলিমিটার। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও ছিল টাঙ্গাইলে, ২৩ দশমিক ২।