পটুয়াখালীতে ৩৬ কচ্ছপ জব্দ, গ্রেপ্তার ২

উদ্ধার হওয়া কচ্ছপ
সংগৃহীত

পটুয়াখালী সদর উপজেলা ও দুমকি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩৬টি কচ্ছপ জব্দ করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় জড়িত অভিযোগে মঙ্গলবার রাতে পটুয়াখালীর চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি বাস থেকে ২৯টি কচ্ছপসহ একজনকে এবং সোমবার দুপুরে দুমকি উপজেলার ফেরিঘাট থেকে ৭টি কচ্ছপসহ একজনকে আটক করা হয়।
র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে পটুয়াখালীর চৌরাস্তা ট্রাফিক বক্সের সামনে কুয়াকাটা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসে তল্লাশি চালানো হয়। তখন ২৯টি কচ্ছপ উদ্ধার করা হয়, যার ওজন ৩২ কেজি ৭০০ গ্রাম। এ সময় সুকলাল বিশ্বাস (৩৫) নামের একজনকে আটক করা হয়। তাঁর বাড়ি জেলার কলাপাড়ায়।

উদ্ধার হওয়া কচ্ছপ
সংগৃহীত

এই কর্মকর্তা আরও বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে দুমকির লেবুখালী ফেরিঘাট এলাকায় একটি বাস থেকে কৃষ্ণ সরকার (৪০) নামের একজনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ৭টি কচ্ছপ। এগুলোর ওজন ৫ কেজি ৯০০ গ্রাম। কৃষ্ণ সরকারের বাড়ি বরিশালের আগৈলঝাড়ার রতনপুর ইউনিয়নের মোহনকাঠি গ্রামে।
রবিউল ইসলাম বলেন, আটক দুজন জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। উদ্ধার হওয়া কচ্ছপ সদর ও দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে সদর ও দুমকি থানায় পৃথক দুইটি মামলা করেছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী কচ্ছপকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। তাই এই আইন অনুযায়ী কচ্ছপ শিকার, বিক্রি বা কোনো ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর নিষিদ্ধ। এর লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ।