প্রচণ্ড গরমে অতিষ্ঠ জীবন, কিছুটা কমতে পারে তাপ

ফাইল ছবি।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। দেশের কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ কমতে পারে।

এদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’–এ পরিণত হয়েছে। সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু জায়গা থেকে এ তাপপ্রবাহ কমতে পারে।

বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে উপকূলীয় জেলা খুলনা। খুলনা আবহাওয়া কার্যালয় বলছে, ২৬ মে নাগাদ ইয়াস ওডিশা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

দক্ষিণ উপকূলে এক সপ্তাহের বেশি সময় ধরে গুমোট আবহাওয়া ও প্রচণ্ড গরম চলছে।