বগুড়ায় যমুনার পানি বিপৎসীমার ওপরে

যমুনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রৌহদহ , সারিয়াকান্দি, বগুড়া
প্রথম আলো ফাইল ছবি

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ায় যমুনা নদীর পানি বেড়েই চলেছে। বগুড়া জেলার সারিয়াকান্দি পয়েন্টে ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৮ সেন্টিমিটার। আজ শনিবার সকাল ছয়টার দিকে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। গতকাল শুক্রবার যমুনা নদীতে পানি ছিল বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, যমুনা নদীতে বিপৎসীমা ধরা হয় ১৬ দশমিক ৭০ মিটার। শুক্রবার সকালে পানি বেড়ে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া বলেন, এবারের বর্ষায় যমুনা ও বাঙ্গালী নদীর পানি বেড়ে উপজেলায় দুই দফা বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। গত আগস্ট মাসে যমুনার পানি বিপৎসীমা ১২৮ সেন্টিমিটার স্পর্শ করার পর পানি কমতে থাকলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়। তবে দুর্গত অনেক পরিবার এখনো ঘরে ফিরতে পারেনি। এর মধ্যেই কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে চরাঞ্চলে ৬০০ পরিবার অস্থায়ী আশ্রয়কেন্দ্রে উঠেছে। প্লাবিত হয়েছে মাষকলাই, গাইঞ্জা ধানসহ কয়েক শ হেক্টর ফসলের মাঠ।