বঙ্গবন্ধু সাফারি পার্কের জেব্রা পরিবারে নতুন অতিথি

মায়ের দুধ পান করছে জেব্রা শাবক। মঙ্গলবার গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে
প্রথম আলো

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার পরিবারে নতুন অতিথি এসেছে। ২২ সেপ্টেম্বর নতুন অতিথির জন্ম হয়। শাবকটি জন্মের পর থেকে মায়ের সঙ্গে ঘোরাফেরা করছে। বাচ্চা ও মা জেব্রা সুস্থ রয়েছে।
গতকাল মঙ্গলবার পার্কের পক্ষ থেকে জেব্রাশাবকের জন্মের তথ্য প্রকাশ করা হয়। বিকেলে পার্কটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জেব্রাশাবকটির জন্ম এক সপ্তাহ আগে হলেও আমরা এটিকে পর্যবেক্ষণে রেখেছিলাম। পর্যবেক্ষণ শেষে তথ্যটি প্রকাশ করেছি।’
তবিবুর আরও বলেন, করোনার কারণে প্রায় সাত মাস ধরে এ পার্ক বন্ধ রয়েছে। এর মধ্যে জেব্রার পালে ৬টি বাচ্চার জন্ম হয়েছে। পার্ক বন্ধ থাকায় পর্যটক নেই। একদম নির্জন সাফারি পার্কে জেব্রা তাদের অনুকূল পরিবেশ পেয়ে বাচ্চা জন্ম দিচ্ছে। সদ্যোজাত বাচ্চাটি মাদি। এ নিয়ে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়াল ২৩। এর মধ্যে ১৩টি স্ত্রী ও ১০টি পুরুষ।

পার্কটির বন্য প্রাণী পরিদর্শক আনিসুর রহমান বলেন, বাচ্চাটি জন্মের পর থেকে মায়ের সঙ্গে ঘোরাফেরা করছে। মা জেব্রা বাচ্চাটিকে অন্যান্য জেব্রার কাছ থেকে একটু দূরে রাখতে চেষ্টা করছে। মাঝেমধ্যেই বাচ্চাটি মায়ের দুধ পান করছে।
অপর বন্য প্রাণী পরিদর্শক সরোয়ার হোসেন বলেন, ‘সদ্যোজাত বাচ্চাটি এখন পর্যন্ত ভালো আছে। আমরা যথাযথ নিয়মে মা ও বাচ্চার তদারকি করছি।’
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, ‘করোনাকালে সাফারি পার্কের বিভিন্ন প্রাণী থেকে আমরা অনেকগুলো বাচ্চা পেয়েছি। পার্কে উপযুক্ত পরিবেশ পেয়ে প্রাণীগুলো বাচ্চা দিচ্ছে। শিগগিরই বিভিন্ন প্রাণী থেকে আরও বাচ্চা পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এতে ক্রমেই সাফারি পার্ক সমৃদ্ধ হচ্ছে।’