বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি

সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর
ফাইল ছবি

মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বরিশাল আবহাওয়া কার্যালয় জানায়, মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এ জন্য সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। সতর্ক বার্তায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে লঘুচাপের প্রভাবে বরিশালে বুধবার সকাল থেকে মেঘলা আবহাওয়া। দুপুর ১টার পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং সঙ্গে মৃদু দমকা বাতাস।

বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. আনিসুর রহমান দুপুরে প্রথম আলোকে বলেন, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে। এ জন্য নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।