বন্যার আশঙ্কায় হাওরে ধান কাটা নিয়ে দুশ্চিন্তা

বোরো ধান কাটার মধ্য দিয়ে হাওরাঞ্চলে বৈশাখ শুরু হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে শ্রমিকসংকটে কৃষকেরা। সম্প্রতি সিলেট সদরের পুকরিয়া হাওরে।  ছবি: আনিস মাহমুদ
বোরো ধান কাটার মধ্য দিয়ে হাওরাঞ্চলে বৈশাখ শুরু হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে শ্রমিকসংকটে কৃষকেরা। সম্প্রতি সিলেট সদরের পুকরিয়া হাওরে। ছবি: আনিস মাহমুদ

সিলেটের হাওরগুলোতে বৃষ্টি শুরু হয়ে গেছে। ময়মনসিংহের আকাশে কালো মেঘের ঘনঘটা ভারী বৃষ্টির আভাস দিচ্ছে। হাওরের উজানে ভারতের মেঘালয় ও আসাম রাজ্য আর বরাক উপত্যকা। সেখানেও শুরু হয়েছে তুমুল বৃষ্টি। উজান আর ভাটির বৃষ্টি মিলে আগামী এক সপ্তাহের মধ্যে হাওরে হঠাৎ বন্যা শুরু হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক সংস্থার দেওয়া তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস দিচ্ছে তারা। এ পরিস্থিতিতে ঢল নামার আগেই হাওরের সব ধান কেটে ফেলতে হবে।

তবে এবার হাওরের পানি দেরিতে নামায়, ধানও রোপণ হয়েছে দেরিতে। ফলে এপ্রিলের মাঝামাঝি সময়ও হাওরের অর্ধেকের বেশি ধান পাকেনি। সুনামগঞ্জ, মৌলভীবাজার ও ময়মনসিংহের বেশ কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে ধান কাটা শুরু হয়েছে। এই সময়টাতে দেশের বিভিন্ন স্থান থেকে ধান কাটার শ্রমিকেরা হাওরে যান। এবার করোনা–আতঙ্কের কারণে শ্রমিক যাচ্ছেন বেশ কম। ফলে স্থানীয় চা–শ্রমিক, বালুশ্রমিকসহ অন্য খাত থেকে শ্রমিকদের দিয়ে ধান কাটানোর কাজ শুরু হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া প্রথম আলোকে জানিয়েছেন, ২৮ এপ্রিল পর্যন্ত ভারতের মেঘালয়, আসাম ও বরাক উপত্যকায় টানা বৃষ্টির আশঙ্কা আছে। সেই সঙ্গে দেশের ভেতরেও হাওর এলাকায় বৃষ্টি হতে পারে। ফলে এ মাসের শেষে হঠাৎ বন্যার আশঙ্কা আছে।

অন্যদিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এক গবেষণা প্রতিবেদনে বলছে, হাওরে এবার ৪ লাখ ৪৫ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। বছরে সেখানে ওই একটা ফসলই হয়। সেখানকার এই ধান কাটতে প্রয়োজন হবে ৮৪ হাজার কৃষিশ্রমিক। হাওরের সাতটি জেলায় সর্বসাকল্যে এর ১৮ শতাংশ শ্রমিক পাওয়া যাবে। বাকি ৬৭ হাজার শ্রমিককে বাইরে থেকে আনতে হবে। এসব শ্রমিক মিলে কাজ করলেও সেখানকার সব ধান কাটতে লাগবে অন্তত ২৫ দিন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবীর প্রথম আলোকে বলেন, হাওরের ধান রক্ষা করতে না পারলে অনেক মূল্য দিতে হবে। তাই দ্রুত ধান কাটার যন্ত্র ও শ্রমিক পাঠানোর ব্যবস্থা করতে হবে।

>

হাওরাঞ্চলে বৃষ্টি
দ্রুত ধান কাটার যন্ত্র ও শ্রমিক পাঠানোর দাবি
মন্ত্রণালয় বলছে, সব ব্যবস্থা নেওয়া হয়েছে

তবে কৃষি মন্ত্রণালয় বলছে, এর মধ্যেও অনেক শ্রমিক নানাভাবে হাওরে পৌঁছেছেন। ধান কাটা শুরুও হয়েছে। মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে ধান কাটার জন্য সেখানে জরুরি ভিত্তিতে নতুন ১৮০টি কম্বাইন হারভেস্টার ও ১৩৭টি রিপার বরাদ্দ দেওয়া হয়েছে। হাওরে যেতে ইচ্ছুক শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা, সাবান, স্যানিটাইজার, মাস্ক প্রভৃতি উপকরণ দেওয়া, নিরাপদ যাতায়াতের জন্য আলাদা গাড়ি এবং ধান কাটার স্থানে স্বাস্থ্যসম্মতভাবে থাকার ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, এক সপ্তাহের মধ্যে বাকি ধান কেটে ফেলা যাবে। কৃষি মন্ত্রণালয় থেকে ধান কাটা শ্রমিকদের যেসব সুযোগ–সুবিধা দেওয়া হচ্ছে, তা প্রয়োজনে আরও বাড়ানো হবে। প্রয়োজনে আরও কৃষিযন্ত্র পাঠানো হবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। গতকাল শুক্রবার সিলেটে ৩৪ ও মৌলভীবাজারে ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, এ মাসের মধ্যে অবশ্যই হাওরের সব ধান কেটে ফেলতে হবে। নয়তো সর্বনাশ হয়ে যাবে। ২০১৭ সালের উদাহরণ টেনে তিনি বলেন, ওই সময় হাওরে ৮-১০ লাখ টন ধানের ক্ষতি হওয়ার পর চালের দাম দ্বিগুণ হয়ে গিয়েছিল। তাই সরকারের উচিত হবে, সর্বোচ্চ শক্তি ও ক্ষমতা দিয়ে দ্রুত হাওরের সব ধান কেটে ফেলা।