বৃষ্টির সঙ্গে শিল্পবর্জ্য হালদায়, মরছে মাছ

বিভিন্ন খাল থেকে আসা শিল্পবর্জ্য এসে পড়ছে হালদা নদীতে। বন্যার কারণে এসব বর্জ্য খাল-বিলে ছড়িয়ে পড়ে। এতে খাল-বিলে থাকা মাছ এসব বর্জ্য পানির কারণে মরে যাচ্ছে। ছবিটি গত বৃহস্পতিবার হালদা এলাকার শ্রী বিল থেকে তোলা। ছবি-সংগৃহীত
বিভিন্ন খাল থেকে আসা শিল্পবর্জ্য এসে পড়ছে হালদা নদীতে। বন্যার কারণে এসব বর্জ্য খাল-বিলে ছড়িয়ে পড়ে। এতে খাল-বিলে থাকা মাছ এসব বর্জ্য পানির কারণে মরে যাচ্ছে। ছবিটি গত বৃহস্পতিবার হালদা এলাকার শ্রী বিল থেকে তোলা। ছবি-সংগৃহীত

প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর দূষণ নিয়ে প্রশাসনের পাশাপাশি উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবেশবাদী সংগঠন এবং স্থানীয় বাসিন্দারা। নদীর দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে মাছ মরে ভেসে উঠছে। অতিবৃষ্টিতে বন্যার কারণে আশপাশের এলাকার শিল্প ও অন্যান্য বর্জ্য নদীতে গিয়ে হালদা দূষণ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

হালদা নদীতে চার-পাঁচ দিন ধরে মাছ মরে ভেসে উঠছে। হালদার বিভিন্ন স্থানে মৃত মাছ ভাসতে দেখা গেছে। স্থানীয় লোকজন মৃত মাছ সংগ্রহ করেছে। এমনকি ১৫ কেজি ওজনের একটি মৃগেল মাছও মারা গেছে।
নদীর মাত্রাতিরিক্ত দূষণের কারণে মাছ মারা যাচ্ছে বলে দাবি করেছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম নগর অঞ্চলের পরিচালক আজাদুর রহমান মল্লিক।
আজাদুর রহমান মল্লিক প্রথম আলোকে বলেন, ‘মাছ মরার পেছনে রয়েছে দূষণ। নদীর পানি পরীক্ষায় দেখা গেছে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমেছে আশঙ্কাজনকভাবে। অতিবৃষ্টির কারণে বিভিন্ন শিল্প ও অন্যান্য বর্জ্য গিয়ে নদীতে মেশার কারণে এই দূষণ হয়েছে বলে ধারণা করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
মাছ মারা যাওয়ার খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরির গবেষকেরা নদী পরিদর্শন করেছেন। তাঁরা নদীর বিভিন্ন স্থান থেকে পানির নমুনা সংগ্রহ করেছেন।
গবেষক অধ্যাপক মো. মনজুরুল কিবরীয়া বলেন, খন্দকিয়া খাল, মাদারি খাল ও কাটাখালী খালের মাধ্যমে হালদা নদীতে শিল্পবর্জ্য বৃষ্টির সঙ্গে গিয়ে পড়েছে। এ ছাড়া হালদা-সংলগ্ন এলাকায় বন্যার কারণে পুকুর-বিল ইত্যাদি ডুবে গেছে। বিলের মধ্যেও এখন দূষিত পানি রয়েছে। আবার বৃষ্টির সঙ্গে এসব পানি পুনরায় হালদা নদীতে গিয়ে পড়বে।
এদিকে হালদা নদী দূষণের প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে হালদা রক্ষায় অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।