মৃদু শৈত্যপ্রবাহ দিয়ে মাঘের শুরু

প্রচণ্ড শীতেও জীবিকার তাগিদে সাতসকালে বের হয়েছেন খেটে খাওয়া মানুষ। আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায়
ছবি: রাজিউর রহমান

মাঘের শুরুতেই সারা দেশে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। মৃদু শৈত্যপ্রবাহ চলছে রংপুর বিভাগসহ দেশের অন্তত ৯টি জেলায়। আকাশ আংশিক মেঘলা। ঘন কুয়াশা জমছে অনেক অঞ্চলে। শীতের তীব্রতা আগামী কয়েক দিনে আরও কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার রংপুর বিভাগসহ টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

আগামী তিন দিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। নদ-নদীর অববাহিকায় ঘন ও মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া বিভাগ বলছে, আজ দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।