সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৬ এপ্রিল, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মুক্ত এমভি আবদুল্লাহকে যেভাবে পাহারা দিচ্ছে দুটি যুদ্ধজাহাজ

এমভি আবদুল্লাহ জাহাজকে পাহারা দিচ্ছে দুটি যুদ্ধজাহাজ
ছবি: ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনীর  অপারেশন আটলান্টার এক্স পোস্ট থেকে

জলদস্যুদের হাত থেকে বাংলাদেশের কেএসআরএম গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ ছাড়া পেয়েছে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে। ছাড়া পাওয়ার পরপরই কাছাকাছি থাকা ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ এমভি আবদুল্লাহকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসছে। বিস্তারিত পড়ুন...

১৩ বছর অপেক্ষার পর ছেলেকে নিয়ে ঈদের নামাজ পড়লেন বাবা

ঈদগাহে ছেলে ও বাবার সঙ্গে সাকলায়েন রাসেল
ছবি: সংগৃহীত

ছেলের জন্মের পর মাস যায়, বছর যায়। ছেলের শরীরটা বড় হতে থাকে। মনটা ছোটই থেকে যায়। প্রতি ঈদেই মনে হতো, ‘না এবারও হলো না।’ এভাবে অপেক্ষা করতে করতে কেটে গেল ১৩ বছর। এবার স্বপ্নপূরণ হলো বাবার। এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার সময় ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছেন বাবা। বিস্তারিত পড়ুন...

ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করেছে ইরানের ৯ ক্ষেপণাস্ত্র, আঘাত হেনেছে দুই বিমানঘাঁটিতে

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের একটি সড়কে গর্ত তৈরি হয়েছে। হেরমন এলাকা, ইসরায়েল, ১৪ এপ্রিল ২০২৪
ছবি: রয়টার্স

ইরানের ছোড়া অন্তত নয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দুটি বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। এ ক্ষেত্রে ইসরায়েলের বিস্তৃত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ওই অঞ্চলে দেশটির মিত্রশক্তিগুলোর ছোড়া গুলি এড়িয়ে ক্ষেপণাস্ত্রগুলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। বিস্তারিত পড়ুন...

নেতানিয়াহু ইসরায়েলের ত্রাণকর্তা না ধ্বংসকারী?

একদিক থেকে নেতানিয়াহু অতুলনীয়ই বটে। তাঁকে বলা হয়, ইসরায়েলের প্রথম ‘টিভি’ প্রধানমন্ত্রী।
ছবি : রয়টার্স

অনেকেরই ধারণা, নেতানিয়াহুর পতন আসন্ন। কিন্তু ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের যে মনোভাব, তাতে খুব একটা পরিবর্তন আসবে বলে মনে হয় না। ফিলিস্তিন ইস্যুতে একটি ‘নেতানিয়াহু মডেল’ তৈরি করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এর মূল কথা হলো ফিলিস্তিনকে অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণে রাখতে হবে। বিস্তারিত পড়ুন...

আইপিএলের জন্য মোস্তাফিজের ছুটি বাড়ল

মোস্তাফিজুর রহমান
বিসিসিআই

আইপিএল খেলার জন্য মোস্তাফিজুর রহমানের ছুটি বাড়িয়েছে বিসিবি। এখন চেন্নাই সুপার কিংসের হয়ে বাড়তি একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মোস্তাফিজ। বিসিবির দেওয়া অনাপত্তিপত্রের শর্তানুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত মোস্তাফিজের আইপিএলে থাকার কথা। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন