আসন ফাঁকা রেখেই বিমান চলাচল, যা বললেন বিমান প্রতিমন্ত্রী
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট নিয়ে কেউ অনিয়ম করলে বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেছেন, টিকিটের জন্য আবেদন করে পাননি এমন কেউ যদি দেখেন, বিমান বাংলাদেশ আসন খালি রেখে গন্তব্যে রওনা হয়েছে, সে ক্ষেত্রে যাত্রী সঙ্গে সঙ্গে যেন অভিযোগ করেন। টিকিট কারসাজির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে সবাইকে আইনের আওতায় আনা হবে। জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন মাহবুব আলী। বিএসআরএফ সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।
সংলাপে প্রতিমন্ত্রী বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিট পাওয়া যায় না। অথচ ফাঁকা আসন রেখে বিমান চলে যায়। টিকিটের অনিয়ম নিয়ে এমন অনেক কথা শুনছি। এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করেছি। তিনি নিয়মিত ফ্লাইট তদারকি করছেন।’
মাহবুব আলী বলেন, ঢাকা থেকে কানাডার টরন্টোতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বাণিজ্যিক ফ্লাইটে ব্যাপক সাড়া মিলেছে। কোনো আসান খালি যাচ্ছে না। ভারত, নেপাল ও ভুটান থেকেও যাত্রী পাওয়া যাচ্ছে। ঢাকা-টরন্টো ফ্লাইট নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু এটি এখন লাভজনক।
করোনাকালে সরকার বিমানকে এক হাজার কোটি টাকার প্রণোদনা দিয়েছিল। সেখান থেকে ৭৮৮ কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানান বিমান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রণোদনার অর্থ দিয়ে বিমানে বেশ কিছু সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ফলে বিমান এখন লাভজনক প্রতিষ্ঠান।
মাহবুব আলী বলেন, ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাতে কোনো যাত্রী হয়রানি না হয়, সেদিক সতর্ক থাকতে বলেছি। অতিরিক্ত সতর্কতার কারণে আবার কেউ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে নজর রাখতে বলেছি। বিমানের ব্যবস্থাপনা পরিচালক প্রতিদিন বিমানবন্দরে যাচ্ছেন। তিনি নিজে উপস্থিত থেকে পরিস্থিতি নজরদারি করছেন।’
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ঢুকতে পাবলিক ট্রান্সপোর্ট না থাকায় যাত্রীদের ভোগান্তির বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনালের কাজ শেষ হলে এ সমস্যার সমাধান হবে। তখন যাত্রী পাবলিক ট্রান্সপোর্টে করে সরাসরি টার্মিনালে ঢুকতে পারবেন। সে ব্যবস্থা করা হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পাইলট নিয়োগের অনিয়মের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে তদন্ত হচ্ছে। প্রতিবেদন পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।