সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শনিবার। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধ হয়ে যাওয়ার খবর আজ বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। এ ছাড়া আনিসুল হকের গদ্যকার্টুন ‘এ কী করলেন ব্যাংক-ডাকাতেরা!’ পাঠকসমাদৃত হয়েছে। ‘বিএনপি কর্মীর মার্কেটের ভাড়া আজকের মধ্যে আওয়ামী লীগ নেতাদের দিতে হবে’ শিরোনামের খবরটিও আজ আলোচনায় রয়েছে। এর বাইরে আন্তর্জাতিক, বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনজগতের নানা খবর রয়েছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

৪৮ ঘণ্টার মধ্যে ধসে পড়ল যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক

স্টার্টআপের জন্য ঋণ দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) গত বুধবার এক ঘোষণা দেয়, ব্যালান্স শিট বা স্থিতিপত্র শক্তিশালী করতে তারা ২২৫ কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করবে। কিন্তু এই এক ঘোষণাই যে তার জন্য কাল হয়ে দাঁড়াবে, সে কথা কে জানত। বিস্তারিত পড়ুন

এ কী করলেন ব্যাংক-ডাকাতেরা!

সম্প্রতি ডাচ্‌-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা গাড়িতে বহনের সময় লুট বা ডাকাতি হয়েছে। লুট হওয়া সেই টাকা থেকে উদ্ধার করা হয়েছে ৯ কোটি, পরে গুনে দেখা গেল ৪ কোটির কম। আপনারা এ খবর পড়ছেন, পড়তে থাকুন। এই অবসরে আমি আমার পুরোনো গদ্যকার্টুন আপনাদের সামনে আবার পরিবেশন করি। বিস্তারিত পড়ুন

বিএনপি কর্মীর মার্কেটের ভাড়া আজকের মধ্যে আওয়ামী লীগ নেতাদের দিতে হবে

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই (ঘোষের হাট) বাজারের বিএনপি কর্মীর সেই মার্কেট
ছবি: প্রথম আলো

গত ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রঘোষিত ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি পালনের প্রস্তুতি সভায় যাওয়ার ‘অপরাধ’-এ উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই (ঘোষের হাট) বাজারের বিএনপি কর্মীর একটি মার্কেটের ৪০টি ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন আওয়ামী লীগের নেতারা। পাঁচ দিন তালাবদ্ধ করে রাখার পর সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তালা খুলে দেওয়া হয়। শর্ত দেওয়া হয়, বিএনপি কর্মী আক্কেল আলীর মার্কেটের ভাড়ার টাকা তুলবেন আওয়ামী লীগের নেতারা। বিস্তারিত পড়ুন

এগিয়ে থাকা টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ফলাফল কেমন

টি–টোয়েন্টি সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ
ছবি: শামসুল হক

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারে বাংলাদেশ—ওয়ানডে সিরিজ শেষেও এই কথা বললে কি বিশ্বাস হতো? সম্ভবত না। একটি জয় যেন আলোচনাই বদলে দিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এখন টি-টোয়েন্টি সিরিজ জয়ের কথা ভাবছে বাংলাদেশ। বিস্তারিত পড়ুন

যে কারণে দক্ষিণি সিনেমায় নিষিদ্ধ হলেন জনপ্রিয় এই অভিনেত্রী

ইলিয়ানা ডি ক্রুজ
ছবি: ইনস্টাগ্রাম

ক্যারিয়ারের শুরুর দিকে দক্ষিণি সিনেমায় বেশি অভিনয় করলেও হিন্দি ছবির দর্শকের কাছেও পরিচিত নাম ইলিয়ানা ডি’ক্রুজ। অনুরাগ বসুর ‘বরফি’ সিনেমায় বাঙালি নারীর চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর তাঁকে দেখা যায় ‘রেইড’, ‘বাদশাহো’সহ বেশ কয়েকটি সিনেমায়। তবে তামিল সিনেমায় নিষিদ্ধ করা হয়েছে সুপরিচিত এই অভিনেত্রীকে। বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে আরও পড়ুন