সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৪ জুলাই, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বনানীতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা

বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা চালায়
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর বনানী থানা এলাকার জাকারিয়া হোটেলে দল বেঁধে ঢুকে দুই নারীর ওপর হামলা করেছেন যুবদলের নেতা-কর্মীরা। গত মঙ্গলবার রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। মনির হোসেনকে বহিষ্কার করেছে যুবদল। বিস্তারিত পড়ুন...

কুমিল্লায় মাদক বেচাকেনার অভিযোগে মা ও দুই সন্তানকে গণপিটুনি, কুপিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে পিটুনিতে নিহতদের বাড়ির সামনে লোকজনের ভিড়। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কড়ইবাড়ি গ্রামে
ছবি : প্রথম আলো

কুমিল্লার মুরাদনগরে মাদক বেচাকেনার অভিযোগে এক নারী ও তাঁর দুই ছেলে-মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর আরেক মেয়ে। আজ বৃহস্পতিবার সকালে কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে এলাকার লোকজন তাঁদের ওপর হামলা করে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত পড়ুন...

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

‘জুলাই শহীদ’ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে
ছবি: প্রথম আলো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি। আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে ‘জুলাই শহীদ’ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বিস্তারিত পড়ুন...

দুই হাতে ধারালো অস্ত্র নিয়ে শোডাউন দেওয়া ‘টুন্ডা বাবু’ গ্রেপ্তার: র‍্যাব

দুই হাতে ধারালো অস্ত্র নিয়ে শোডাউন মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুর
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী গোষ্ঠী ‘কবজিকাটা গ্রুপ’-এর প্রধান সহযোগী ও কিশোর গ্যাং নেতা মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১) গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‍্যাব। বিস্তারিত পড়ুন...

ফিরে দেখা: ২৯০ আরোহীসহ ইরানের উড়োজাহাজ কেন ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করেছিল যুক্তরাষ্ট্র

ফ্লাইট ৬৫৫ ট্র্যাজেডির বর্ষপূর্তিতে ইরানের বন্দর আব্বাস বন্দরে ফুল দিয়ে নিহত ব্যক্তিদের স্মরণ করছে ইরানি শিশুরা
ফাইল ছবি: এএফপি

ইরানের আকাশে ১৯৮৮ সালের ৩ জুলাই বিধ্বস্ত হয় ইরান এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মাঝ আকাশেই ভেঙে টুকরা টুকরা হয়ে যায় উড়োজাহাজটি। নিহত হন ২৯০ আরোহীর সবাই। ইতিহাসে এটা ‘ফ্লাইট ৬৫৫ ট্র্যাজেডি’ নামে পরিচিত। ওই ঘটনার বর্ষপূর্তি আজ। আজকের দিনে ঘটনাটির আদ্যাপান্ত নিয়ে প্রথম আলোর এই আয়োজন- বিস্তারিত পড়ুন ...