সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আজও একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর এসব প্রতিবেদনে পাঠকের সাড়া ব্যাপক। এর মধ্যে ‘প্রথম দিন ৮ হাজার নিবন্ধন, চাঁদা দিয়েছেন ১,৭০০ জন’ শিরোনামের খবরটি অনেকেই পড়েছেন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা হয়েছে। এ–সংক্রান্ত খবরটি পঠিত হয়েছে। আজ এসবের বাইরে আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

প্রথম দিন ৮ হাজার নিবন্ধন, চাঁদা দিয়েছেন ১,৭০০ জন

পেনশন
প্রতীকী ছবি

‘গতকাল বৃহস্পতিবার পেনশন কর্মসূচির উদ্বোধনের দিন বিকেল পর্যন্ত প্রায় ছয় হাজার মানুষ নিবন্ধন করেছেন। রাত ১২টা পর্যন্ত সেটি বেড়ে ৮ হাজারে দাঁড়ায়। তবে প্রথম দিন সব মিলিয়ে ১ হাজার ৭০০ জন পেনশনের চাঁদা পরিশোধ করেছেন। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা

টম ল্যানটস হিউম্যান রাইটস কমিশন
ছবি: কমিশনের ফেসবুক থেকে নেওয়া

ব্রিফিংয়ের আয়োজক কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য জেমস পি ম্যাকগভর্ন ও রিপাবলিকান সদস্য ক্রিস্টোফার এইচ স্মিথ। তাঁরা এই কমিশনের কো-চেয়ারম্যান। ব্রিফিংয়ের সঞ্চালনায় ছিলেন লাইব্রেরি অব কংগ্রেসের বিদেশি আইনবিশেষজ্ঞ তারিক আহমেদ। বিস্তারিত পড়ুন...

বিলকিসের মামলার অপরাধীদের কেন বেছে বেছে মুক্তি দেওয়া হলো

গুজরাট দাঙ্গার সময় দলবদ্ধ ধর্ষণের শিকার বিলকিস বানুর মামলায় দণ্ডিত ১১ জনকে মুক্তির প্রতিবাদে গত বছর দিল্লিতে বিভিন্ন নারী সংগঠনের বিক্ষোভ। ২০০২ সালের ওই দাঙ্গার সময় বিলকিসের তিন বছর বয়সী কন্যাসন্তানসহ পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়। ২০২২ সালের ২৭ আগস্ট
ছবি: এএনআই

২১ বছর আগে ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় ২১ বছর বয়সী গৃহবধূ বিলকিস বানু দলবদ্ধ ধর্ষণের শিকার হন। সেই সময় তাঁর তিন বছরের শিশুকন্যাসহ পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়। বিস্তারিত পড়ুন...

কবে বন্ধ হবে সৌদি প্রো লিগের দলবদলের জানালা

সৌদি প্রো লিগের মহাতারকা রোনালদো
ছবি : টুইটার

ইউরোপীয় ক্লাবগুলোর দুশ্চিন্তা বৃদ্ধি পাচ্ছে মূলত দলবদল বাজার দীর্ঘায়িত হওয়ায়। প্রিমিয়ার লিগসহ ইউরোপের শীর্ষস্থানীয় লিগগুলোর দলবদল জানালা বন্ধ হয়ে যাবে ১ সেপ্টেম্বর। কিন্তু সৌদি প্রো লিগের দলবদল চলবে আরও কিছুদিন। বিস্তারিত পড়ুন...

জ্বরে ভুগছেন পরীমনি, আবার বাসা থেকে বেরিয়ে গেছেন রাজ

সন্তান রাজ্যসহ শরিফুল রাজ ও পরীমনি
ছবি : ফেসবুক

মাস দুয়েকের বেশি সময় ধরে আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরীফুল রাজের সম্পর্কটা ভালো যাচ্ছে না। এ নিয়ে প্রথম আলোসহ একাধিক গণমাধ্যমে তাঁদের পাল্টাপাল্টি বক্তব্যও প্রকাশিত হয়। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন