শুভ সকাল। আজ বুধবার। গতকাল মঙ্গলবার হয়তো অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকালের সবচেয়ে আলোচিত খবর ছিল ভুলের কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল স্থগিত। আন্তর্জাতিক ঘটনার মধ্যে আলোচিত খবর ছিল দেশকে অগ্নিগর্ভ করে তুলবেন না, মুসলিম নাম বদল প্রসঙ্গে ভারতের সুপ্রিম কোর্ট। এ ছাড়া ছিল অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর।
তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত পাঁচটি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।
সরকারের নির্বাহী আদেশে আবার বাড়ল বিদ্যুতের দাম। ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আরও ৫ শতাংশ বাড়ানো হয়েছে। মার্চ মাসের বিদ্যুতের বিলেই নতুন এ দাম কার্যকর হবে। মঙ্গলবার রাতে সরকারি প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এর আগে গত জানুয়ারিতে দুই দফায় বাড়ানো হয় বিদ্যুতের দাম। এটি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। সবশেষ ৩০ জানুয়ারির প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে ৫ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বাড়ানো হয় বিদ্যুতের দাম। বিস্তারিত পড়ুন
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ভুলভ্রান্তির ঘটনা ঘটেছে। ‘কোড’সংক্রান্ত ভুলের কারণে এ ঘটনা ঘটে। এ কারণে মঙ্গলবার দুপুরে ফল প্রকাশের পর সন্ধ্যায় তা স্থগিত করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফলাফল স্থগিত করা হয়েছে। সংশোধন করে তা আগামীকাল আবার প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘কোডিং’সংক্রান্ত ভুলের কারণে এক উপজেলার সঙ্গে আরেক উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বাছাই বিঘ্নিত হয়েছে। বিস্তারিত পড়ুন
দেশের ইতিহাসবিজড়িত জনপদের নাম ভারতীয় সংস্কৃতির কথা মনে রেখে পরিবর্তন করা হোক। সে জন্য গঠন করা হোক একটি নাম বদল কমিশন। এ আরজি জানিয়ে করা এক জনস্বার্থ মামলা গত সোমবার খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ ও বিচারপতি এম ভি নাগরত্ন আবেদনকারীকে জানিয়ে দিতে ভোলেননি যে ভারত এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সুপ্রিম কোর্টও ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান। এমন দেশে ধর্মান্ধতার আশ্রয় নিয়ে ঐতিহাসিক শহর, নগর, জনপদ বা রাস্তার নাম বদলের জন্য কমিশন গঠনের প্রশ্নই ওঠে না। বিস্তারিত পড়ুন
কাতার বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে কিলিয়ান এমবাপ্পের উদ্দেশে টুইটটি করেছিলেন আশরাফ হাকিমি, ‘দেখা হবে বন্ধু!’ সেই সাক্ষাতে মরক্কো তারকা পারেননি। তাতে অবশ্য বন্ধুত্বেও চিড় ধরেনি। পিএসজি সতীর্থ হওয়ায় বলা যায়, বন্ধন আরও দৃঢ় হওয়াই স্বাভাবিক। তবে এমবাপ্পের এই বন্ধু ও পিএসজির রাইটব্যাক হাকিমি বেশ ভালো বিপদেই পড়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছেন ফ্রান্সের কৌঁসুলিরা। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেট প্রেসকে (এপি) খবরটি নিশ্চিত করেছেন ফ্রান্সের এক বিচারিক কর্মকর্তা। তিনি জানিয়েছেন, প্যারিসে কৌঁসুলিদের অফিস এই তদন্ত শুরু করেছে। কী ঘটেছে ও অভিযোগ নিয়ে বিস্তারিত কিছু জানাননি সেই অফিশিয়াল। বিস্তারিত পড়ুন
খুব শিগগির পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছিল ভারতের দক্ষিণি অভিনেতা জোসেফ মনু জেমসের। নির্মাণ করেছিলেন ‘ন্যান্সি রানি’ নামের সিনেমা। কিন্তু সিনেমা মুক্তির আগেই না-ফেরার দেশে চলে গেলেন মালয়ালম অভিনেতা জোসেফ মনু জেমস। গত ২৪ ফেব্রুয়ারি কেরালার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কয়েক দিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩১ বছর বয়সী এই অভিনেতা। নিউমোনিয়ার চিকিৎসা চলাকালে ধরা পড়ে হেপাটাইটিস। বিস্তারিত পড়ুন