এমবাপ্পের সতীর্থ ও বন্ধু হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পিএসজিতে কিলিয়ান এমবাপ্পের সতীর্থ আশরাফ হাকিমিছবি: টুইটার

কাতার বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে কিলিয়ান এমবাপ্পেকে উদ্দেশ করে টুইটটি করেছিলেন আশরাফ হাকিমি, ‘দেখা হবে বন্ধু!’ সেই সাক্ষাতে মরক্কো তারকা পারেননি। তাতে অবশ্য বন্ধুত্বেও চিড় ধরেনি। পিএসজি সতীর্থ হওয়ায় বলা যায়, বন্ধন আরও দৃঢ় হওয়াই স্বাভাবিক। তবে এমবাপ্পের এই বন্ধু ও পিএসজির রাইটব্যাক হাকিমি বেশ ভালো বিপদেই পড়েছেন।

আরও পড়ুন
আরও পড়ুন

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছেন ফ্রান্সের কৌঁসুলিরা। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) খবরটি নিশ্চিত করেছেন ফ্রান্সের এক বিচারিক কর্মকর্তা। তিনি জানিয়েছেন, প্যারিসে কৌঁসুলিদের অফিস এই তদন্ত শুরু করেছে। কী ঘটেছে ও অভিযোগ নিয়ে বিস্তারিত কিছু জানাননি সেই অফিশিয়াল।

তবে সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, ২৪ বছর বয়সী এক নারী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। গত শনিবার প্যারিসে হাকিমি নিজের বাসায় তাঁকে ধর্ষণ করেন, এই অভিযোগ করেছেন সেই নারী। প্যারিসের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, গত রোববারই পুলিশের কাছে অভিযোগ করেছিলেন সেই নারী। কিন্তু তিনি মামলা করেননি।

পিএসজি এ নিয়ে কোনো মন্তব্য করেনি। হাকিমিও সংবাদমাধ্যমে এ নিয়ে মুখ খোলেননি। সরকারি কৌঁসুলি অফিস এএফপিকে এ নিয়ে কিছু বলেনি। তবে অভিযোগ করেছে, এই অভিযোগের সব তথ্য এরই মধ্যে ‘সবাই জেনে যাওয়ায় সত্য উদ্‌ঘাটনের জন্য যে তদন্ত চলছে তা বাধাগ্রস্ত হবে।’

আরও পড়ুন

ফরাসি সংবাদমাধ্যম ‘লা পারিসিয়ান’–এর বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, সেই নারী পুলিশের কাছে গিয়ে কোনো মামলা না করলেও বিবৃতি দেন, হাকিমির কাছে ‘ধর্ষণের শিকার হয়েছেন।’ পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে সরকারি কৌঁসুলির অফিসকে জানিয়ে সতর্ক করে দেয়। যে অপরাধ নিয়ে অভিযোগ, তার মাত্রা বিচার করে এরপর সেখান থেকে তদন্ত শুরু হয়।

মার্কা জানিয়েছে, গত ১৬ জানুয়ারি ইনস্টাগ্রামে দুজনের পরিচয় হয়। শনিবারের আগপর্যন্ত কেউ কারও সঙ্গে দেখা করেননি। সেদিন হাকিমির সঙ্গে দেখা করতে তাঁর বাসায় উবারে করে যান সেই নারী। হাকিমিই উবারের ভাড়া দেন। স্প্যানিশ অভিনেত্রী হিনা আবুকে বিয়ে করা দুই সন্তানের পিতা হাকিমি এরপর অনৈতিক আচরণ শুরু করলে তাঁর বাসা থেকে পালান সেই নারী। কাছেই এক বন্ধুর কাছে সাহায্য চেয়ে খুদে বার্তা পাঠান তিনি। সেই বন্ধু এসে তাঁকে উদ্ধার করেন।

রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা হাকিমি ২০২০ সালে রিয়াল ছেড়ে ইন্টার মিলানে যোগ দেন। পরের বছর ইতালিয়ান ক্লাবটি ছেড়ে যোগ দেন পিএসজিতে। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি ইন্টারের হয়েও সিরি আ জিতেছেন ২৪ বছর বয়সী এ ফুটবলার। পিএসজির হয়েও জিতেছেন ফ্রেঞ্চ লিগ।

আরও পড়ুন