সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল সাবেক সেনাপ্রধানের এক ভাই হারিছ আহমেদের মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার খবরটি। পাশাপাশি সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সম্পর্কিত খবরগুলোতেও পাঠকের আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

ভুয়া এনআইডির ছবি পাল্টাতে সুপারিশ করেছিলেন আজিজ আহমেদ

মিথ্যা তথ্য দিয়ে মোহাম্মদ হাসান নামে ২০১৪ সালে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছিলেন সাবেক সেনাপ্রধানের এক ভাই হারিছ আহমেদ। ২০১৯ সালে তিনি এনআইডিতে নিজের ছবি পরিবর্তন করেন। আর এই ছবি পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ। বিস্তারিত পড়ুন...

বেনজীর পরিবারের ৬২১ বিঘা জমি, চার ফ্ল্যাট ও ৩৩ ব্যাংক হিসাব জব্দের প্রক্রিয়া শুরু

বেনজীর আহমেদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী-সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ কার্যকর করা শুরু হয়েছে। বিস্তারিত পড়ুন...

ইসরায়েলের ক্ষোভকে পাত্তা না দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিল ইউরোপের তিন দেশ

স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের পতাকা। ইউরোপের এই তিন আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে


ইউরোপের তিন দেশ—স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আজ মঙ্গলবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এই ঘটনায় আগেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। বিস্তারিত পড়ুন...

মোদিবিরোধী হাওয়া, কিন্তু তিনি হারবেন কি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ফাইল ছবি: এএনআই


এটা এমন এক প্রশ্ন, যেটা ভারতে এই মুহূর্তে প্রায় সবাই করছেন নিজের মতো করে। মোদিবিরোধী একটা হাওয়া অবশ্যই রয়েছে; কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি হারবেন কি? ভারতে এবার প্রায় ১০০ কোটি ভোটার। নির্বাচনের ফল বের হওয়ার আগে এ নিয়ে নির্দিষ্টভাবে আন্দাজ করা কঠিন, বিশেষ করে নানা সমীক্ষার মাধ্যমে। বিস্তারিত পড়ুন...

মৃত ভাইয়ের জন্য ইতালির হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার ওপেনার জো বার্নস

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার জো বার্নস
ইনস্টাগ্রাম

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার বার্ন ঘোষণা দিয়েছেন, ফেব্রুয়ারিতে মারা যাওয়া বড় ভাইকে শ্রদ্ধা জানানোর জন্য তিনি ইতালি ক্রিকেট দলের হয়ে খেলবেন।  বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন