চট্টগ্রামে সহকর্মীকে হত্যায় বাবুর্চির যাবজ্জীবন

কারাগার
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরে একটি প্রতিষ্ঠানে দেড় বছর আগে এক সহকর্মীকে হত্যার মামলায় এক বাবুর্চির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তাঁর নাম নিহার রিছিল। আজ রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন নেসা এ রায় ঘোষণা করেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০২২ সালের ৩১ জানুয়ারি নগরের লালখান বাজার এলাকায় তিলোত্তমা গ্রুপের মেসে অফিসের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা এস এম মঈন উদ্দিনের সঙ্গে কথা-কাটাকাটি হয় বাবুর্চি নিহার রিছিলের। একপর্যায়ে মঈন উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। পরে তাঁর মৃত্যু নিশ্চিত করতে হাতুড়ি দিয়ে মুখের ডান পাশে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় মঈন উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই এস এম আমিন উদ্দিন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২২ জুন আদালতে অভিযোগপত্র দেয়। গত ৯ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ১২ জনের সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন