সন্ধ্যায় পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সন্ধ্যা। আজ শনিবার প্রথম আলো অনলাইনে সবচেয়ে আলোচনায় ছিল নিউ সুপার মার্কেটের আগুন–সংক্রান্ত খবর। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শেষে পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।

নিউ সুপার মার্কেটে আগুন: এখন পর্যন্ত যা ঘটেছে

রাজধানীর নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে
ছবি: তানভীর আহম্মেদ

আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলেছে তারা।
আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ও নানাভাবে আহত হয়ে এ পর্যন্ত ৩২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। আহত ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন ৯ জন।
বিস্তারিত পড়ুন:

তিন সিটিতে আওয়ামী লীগের প্রার্থী বদল

গাজীপুর, সিলেট ও বরিশালে প্রার্থী বদল করা হয়েছে। রাজশাহী ও খুলনাতে বর্তমান মেয়রকেই মনোনয়ন দেওয়া হয়েছে

আসন্ন পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনে তিনটিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের প্রার্থী বদল করেছে। গাজীপুর, সিলেট ও বরিশালে প্রার্থী বদল করা হয়েছে। রাজশাহী ও খুলনাতে বর্তমান মেয়রকেই মনোনয়ন দেওয়া হয়েছে। গাজীপুরে সাময়িক বরখাস্ত বর্তমান মেয়র জাহাঙ্গীর আলমকে বাদ দেওয়া হয়েছে। সেখানে মনোনয়ন পেয়েছেন আজমত উল্লাহ খান।
বিস্তারিত পড়ুন:

আজ গরম কেমন পড়বে, জানাল আবহাওয়া অধিদপ্তর

কয়েক দিন ধরে তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা রাজধানীবাসীর। ১৩ এপ্রিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তোলা
ছবি: শুভ্র কান্তি দাশ

বৈশাখের প্রথম দিনে গতকাল শুক্রবার তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা ছিল রাজধানীবাসীর। দুপুর নাগাদ তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শনিবারও রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এ কারণে একই রকম গরম অনুভূত হবে।
বিস্তারিত পড়ুন:

হাকিমির সম্পদের অর্ধেক দাবি স্ত্রীর, কিন্তু হাকিমি ‘নিঃস্ব’, সব সম্পত্তি মায়ের নামে

হাকিমি ও হিবা যখন একসঙ্গে ছিল
ছবি: ইনস্টাগ্রাম

ভালোই বিপদে পড়েছেন আশরাফ হাকিমি। প্রথমে তাঁর বিরুদ্ধে এক নারীর যৌন নির্যাতনের অভিযোগ এবং সেই ঘটনার জের ধরে স্ত্রীর তালাকের আবেদন—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন মরক্কোর এই তারকা ফুটবলার। হাকিমির বিপদ অবশ্য এখন অন্যদিকে মোড় নিয়েছে।
যৌন নির্যাতন ও তালাকের ঘটনা পেরিয়ে সেটি এখন অর্থসম্পদ ভাগাভাগিতে গিয়ে ঠেকেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, হাকিমির স্ত্রী হিবা আবুক স্বামীর কাছ থেকে তাঁর সম্পদের অর্ধেক দাবি করেছেন। কিন্তু সেই দাবি সামনে এনে তিনি যা জানতে পেরেছেন, তা পিলে চমকানোর মতোই।
বিস্তারিত পড়ুন:

একই অঞ্চলে আবের পর কিশিদাকে লক্ষ্য করে হামলা

পুলিশ ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে আটক করেছে
ছবি: এএফপি

জাপানের পশ্চিমাঞ্চলে নির্বাচনী সমাবেশে অংশ নেওয়াটা যেন দেশটির সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীদের জন্য যেন বিপজ্জনক হয়ে উঠছে। এক বছরের কম সময় আগে, ২০২২ সালের জুলাই মাসে পশ্চিমাঞ্চলীয় নারা শহরে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীর গুলিতে প্রাণ হারান। প্রায় এক বছর পর আজ সকালে বর্তমান জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পশ্চিম জাপানের ওয়াকাইয়ামা এলাকায় হামলার মুখে পড়েন।
বিস্তারিত পড়ুন:

বাংলাদেশ থেকে আরও পড়ুন