সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ বৃহস্পতিবার। গতকাল বুধবার আলোচিত খবর ছিলো দুবাইয়ের আরাভ জুয়েলার্স: ঢাকায় পুলিশ খুনের আসামি নাম বদলে হয়েছেন আরাভর–সংক্রান্ত খবর। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের বেশ কটিই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।

দুবাইয়ের আরাভ জুয়েলার্স: ঢাকায় পুলিশ খুনের আসামি নাম বদলে হয়েছেন আরাভ

আরাভ খান নামে দুবাইয়ের এই স্বর্ণ ব্যবসায়ী মূলত বাংলাদেশে পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি রবিউল ইসলাম। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে পুলিশ
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক প্রবাসী বাংলাদেশির স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও চলচ্চিত্র তারকাদের আমন্ত্রণ নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। আরাভ জুয়েলার্স নামের ওই প্রতিষ্ঠানের মালিকের নাম আরাভ খান। তবে এটা তাঁর আসল নাম নয়। তিনি বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ার ছেলে রবিউল ইসলাম। চার বছর আগে ঢাকায় একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার আসামি হয়ে দেশ ছেড়েছিলেন তিনি।
বিস্তারিত পড়ুন

চাচার প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা বেতনে চাকরি করতেন, এখন ব্যাংকে তাঁর কোটি টাকা

রুবেল মিয়া
ছবি: সংগৃহীত


৯ বছর আগে জামালপুরের রুবেল মিয়া (২৮) ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাত্র ৫ হাজার টাকা বেতনে চাকরি নেন। ছয় বছর চাকরি করেন তিনি। ধাপে ধাপে বেতনও বাড়ে। তবে তা ছিল ঢাকা শহরে টিকে থাকার মতো। কিন্তু এ সময়ে বদলে গেছে রুবেলের জীবন। তাঁর ১৩টি ব্যাংক হিসাবে ৩৫ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। আর যে টাকা তিনি ব্যাংকে (এফডিআর ও ডিপিএস) জমা করেছেন, তার পরিমাণও কোটি টাকার বেশি।
বিস্তারিত পড়ুন

ড্রোন বিধ্বস্ত: সরাসরি সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্র–রাশিয়া

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এমকিউ–৯ রিপার নামের এই ড্রোনের একটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে
ছবি: রয়টার্স

রাশিয়ার যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষে গতকাল মঙ্গলবার কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এক বছরের বেশি সময় আগে ইউক্রেনে মস্কোর সর্বাত্মক অভিযান শুরুর পর থেকে দৃশ্যত এখন পর্যন্ত রুশ–মার্কিন বিবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ্য ঘটনা হয়ে উঠেছে এটি। এ ঘটনা একই সঙ্গে যেমন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, সেই সঙ্গে এক বিপৎসংকুল মুহূর্তও তুলে ধরেছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) জন কিরবি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে (যুক্তরাষ্ট্রের স্বার্থে) বাধা দেওয়ার অন্যান্য ঘটনাও ঘটেছে। তবে ওই ঘটনা একেবারেই ভিন্ন।
বিস্তারিত পড়ুন

নিপুণ দিলেন নতুন ছবি, ওমর সানী বললেন, ‘বুঝলাম না

অভিনেত্রী রুনা খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কমলা সুন্দরী অথবা অসুন্দরী।’ ১০ মার্চ মুক্তি পেয়েছে সরকারি অনুদানে নির্মিত এই অভিনেত্রী অভিনীত সিনেমা ‘একটি না বলা গল্প’। সিনেমাটি পরিচালনা করেছেন পঙ্কজ পালিত। ফেসবুক থেকে নেওয়া

নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক তারকাদের যাপিত জীবনের গল্প।
বিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যের গণতন্ত্রের দুর্বলতা সারাবে বাংলাদেশি সালসা!

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাক্ষাৎ করেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান
ছবি: পিআইডি

হাররি আপ ব্রাদার! লেকচার আমি দেব না। লেকচার আমি দিতে আসি নাই। তবে ভাইয়া, কেবলমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে সম্পূর্ণ মাগনায় আমাদের একটি প্রোডাক্ট সম্পর্কে দুই চারখান কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। সম্পূর্ণ দেশীয় কায়দার তন্ত্র-মন্ত্র দিয়ে বানানো আমাদের প্রোডাক্টটির নাম গণতন্ত্র। দিলের কান খাড়া করে হাতের বাঁধন ছেড়ে দিয়ে দুই মিনিট মজমায় খাড়ায়ে যান।
বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে আরও পড়ুন