‘বাচ্চাদের কষ্ট দেখে ঘরে থাকতে পারিনি, রক্ত দিতে এসেছি’

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের রক্ত দিতে এসেছেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ২২ জুলাইছবি: দীপু মালাকার

‘আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। পরিবার থেকে বিচ্ছিন্ন। পরিবারের জন্য আমাদেরও মন কাঁদে। ছোট্ট বাচ্চাদের এত মৃত্যু, কষ্ট দেখে ঘরে বসে থাকতে পারিনি। রক্ত দিতে চলে এসেছি।’

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে কথাগুলো বলছিলেন তৃতীয় লিঙ্গের লায়লা।

জানতে চাইলে লায়লা প্রথম আলোকে বলেন, ‘উত্তরার মাইলস্টোনে যারা মারা গেছে কিংবা আহত হয়েছে, তারা আমাদের ভাইবোনের মতো। ছোট বাচ্চাদের এত মৃত্যু, আহত দেখে ঘরে বসে থাকতে পারিনি। তাই বার্ন ইনস্টিটিউটে এসেছি। যদি কারো রক্তের প্রয়োজন হয়, আমরা দেব।’

আরও পড়ুন

লায়লার মতো তৃতীয় লিঙ্গের অনেকেই রক্ত দেওয়ার জন্য বার্ন ইনস্টিটিউটের সামনে এসেছেন। জানালেন, রাজধানীর মহাখালী, মগবাজার, বনানী, কুড়িল বিশ্বরোডসহ বিভিন্ন এলাকা থেকে এসেছেন তাঁরা।

সরেজমিনে দেখা যায়, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে বসানো হয়েছে অস্থায়ী রক্ত সংগ্রহের বুথ। সেখানেই ভিড় করছেন তৃতীয় লিঙ্গের এসব মানুষ। রক্তদাতা হিসেবে তালিকায় নিজের নাম, রক্তের গ্রুপ আর মোবাইল নম্বরসহ বিভিন্ন তথ্য দিচ্ছেন।

শান্তি হিজড়া ফাউন্ডেশনের সদস্য মীম বলেন, ‘ওরা তো আমাদেরই সন্তান। আমাদেরই ভাইবোন। আমরা ওদের পাশে দাঁড়াতে চাই। ওদের যদি রক্ত লাগে কিংবা আরও কিছু লাগে, আমরা সবাই সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’

আরও পড়ুন

যাত্রাবাড়ী এলাকার গুরুমা রোকসানা হাজী প্রথম আলোকে বলেন, ‘আমরা দেশের বিভিন্ন সংকটে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমার দেশের ছেলেমেয়েরা আজ বিপদে। তাদের রক্ত দিতে আমরা এসেছি। আমাদের কোনো পিছুটান নেই। জনগণই আমাদের পরিবার।’

গতকাল সোমবার বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি যুদ্ধবিমানটি ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে বিধ্বস্ত হয়েছিল।

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আজ দুপুর ১২টা পর্যন্ত মোট ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আরও পড়ুন

আজ সকাল আটটার পরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান জানিয়েছেন রক্তের জন্য পর্যাপ্ত ডোনার আছে । নেগেটিভ গ্রুপের কিছু রক্ত লাগবে বলে জানান তিনি। দগ্ধ শিশুদের জন্য সবার কাছে দোয়া চান সায়েদুর রহমান। তিনি হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন