সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১১ জানুয়ারি, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও সাক্ষাৎকার।

নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা

মন্ত্রিপরিষদ সচিব মো.মাহবুবুর রহমান আজ বুধবার রাতে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানিয়েছেন

নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন। এর মধ্যে দুজন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন)। এ ছাড়া ১১ জন প্রতিমন্ত্রী হচ্ছেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বুধবার রাতে সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা বৃহস্পতিবার শপথ গ্রহণের পর জানা যাবে।
বিস্তারিত পড়ুন...

বাদ পড়লেন ১৫ মন্ত্রী ও ১৩ জন প্রতিমন্ত্রী

আব্দুর রাজ্জাক, আ হ ম মুস্তফা কামাল ও এ কে আব্দুল মোমেন (ওপরে বাঁ থেকে); এম এ মান্নান, টিপু মুনশি ও জাহিদ মালেক (নিচে বাঁ থেকে)

নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৫ জন। এ ছাড়া ১৩ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী বাদ পড়েছেন। বিস্তারিত পড়ুন...

মির্জা ফখরুল ৯ মামলায় জামিন পেলেন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: ফাইল ছবি

পল্টন ও রমনা থানার পৃথক নয়টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন বুধবার এ আদেশ দেন। বিস্তারিত পড়ুন...

ভোটার কম, প্রতিযোগিতা হলো নিজেদের মধ্যেই

আমেনা মহসিন ও শ্রীরাধা দত্ত
ছবি: প্রথম আলো

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে ভারত ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্ক, সম্পর্কের ভারসাম্য, ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন। বিস্তারিত পড়ুন...

মালদ্বীপ-ভারতের টানাপোড়েন কতটা গড়াতে পারে

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু
ফাইল ছবি: এএফপি

ভারত থেকে পর্যটক যাওয়ার হার দ্রুত কমে যাওয়ায় চীনের শরণাপন্ন হলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট মুইজ্জু সরাসরি সে দেশকে অনুরোধ করেছেন, যত বেশি সম্ভব তারা যেন মালদ্বীপে পর্যটক পাঠাতে উদ্যোগী হয়। বিস্তারিত পড়ুন...