সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ মঙ্গলবার। গতকাল সোমবার ‘পুলিশ তাহলে করল কী’ শিরোনামের সংবাদটি আলোচনায় ছিল। পাঠকের মধে৵ সাড়া ফেলেছে ‘ছাত্রলীগ সভাপতি বিছানায় শুয়ে, পা টিপছেন দুই নেতা’ শিরোনামের খবরটিও। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের বেশ কটিই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।

পুলিশ তাহলে করল কী

নিহত ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর থেকে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করে এসে ঢাকার তেজগাঁওয়ে অফিস খুলে ঘরের অঙ্গসজ্জার পরামর্শক হিসেবে কাজ করছিলেন ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া। কিছু ডিজাইনের প্রিন্ট বের করার জন্য ৭ মার্চ বেলা ১টার দিকে তেজগাঁওয়ের কুনিপাড়ার বাসা থেকে ফার্মগেটের উদ্দেশে বেরিয়েছিলেন। এরপর আর তাঁর খোঁজ পায়নি পরিবার।
বিস্তারিত পড়ুন:

ছাত্রলীগ সভাপতি বিছানায় শুয়ে, পা টিপছেন দুই নেতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হকের পা টেপানোর ছবিটি আজ সোমবার ফেসবুকে ছড়িয়ে পড়ে
ছবি: সংগৃহীত

বিছানায় শুয়ে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক। দুই পাশে বসে পা টিপছেন সংগঠনটির অপর দুই নেতা। এমন একটি ছবি আজ সোমবার বিকেলে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান নেতাদের অনেকেই সমালোচনা করছেন।
বিস্তারিত পড়ুন:

পাকিস্তান, উগান্ডার চেয়ে ‘অসুখী’ বাংলাদেশ

টানা ষষ্ঠবারের মতো সুখী দেশের তালিকায় সবার ওপরে রয়েছে ফিনল্যান্ড
ছবি: রয়টার্স

আন্তর্জাতিক সুখ দিবস উপলক্ষে জাতিসংঘের প্রকাশিত সুখী দেশের তালিকায় পাকিস্তান, শ্রীলঙ্কা ও উগান্ডার পেছনে রয়েছে বাংলাদেশের নাম। সোমবার জাতিসংঘ ওই তালিকা প্রকাশ করে। তালিকায় ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম।
বিস্তারিত পড়ুন:

‘বাংলাদেশের কেউ এমন সেঞ্চুরি করেনি’

মুশফিকুর রহিমের সেঞ্চুরিটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্রুততম
ছবি: প্রথম আলো

বেরসিক বৃষ্টি! রসিকতা করে কেউ কেউ বলতে পারেন, আয়ারল্যান্ড দল তো মন খারাপ করবে। মাঠে ৫০ ওভার খেটে মরার পর ব্যাটিং না পেলে তো এমনই লাগার কথা! বেরসিক বৃষ্টি আয়ারল্যান্ডের ইনিংস শুরু হতে দেয়নি।
বিস্তারিত পড়ুন:

শাকিবকে নিয়ে আবার মুখ খুললেন বুবলী

শাকিব খান ও বুবলী
ছবি : ফেসবুক থেকে

ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ তোলেন রহমত উল্লাহ। ১৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম সহ–প্রযোজক রহমত উল্লাহ, যা নিয়ে নানা আলোচনার মধ্যেই বিষয়টি নিয়ে আবারও মুখ খুললেন শবনম বুবলী।
বিস্তারিত পড়ুন:

বাংলাদেশ থেকে আরও পড়ুন