শুভ সকাল। আজ ৪ মার্চ, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
কক্সবাজার শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রাম। আজ রোববার সকাল থেকেই লোকজন ভিড় করছেন গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও চিকিৎসক আবুল কাশেমের বাড়ির আঙিনায়। বাড়ির সামনেই পরিষ্কার নিকানো উঠান। সেখানে পাশাপাশি শুয়ে আছে আবুল কাশেমের ছেলে শুল্ক কর্মকর্তা শাহজালাল উদ্দিন (৩৫), তাঁর স্ত্রী মেহেরুন নিসা জাহান হেলালি (২৪) ও একমাত্র মেয়ে ফাইরুজ কাশেম জামিরা (৪)। শোকে কাতর লোকজন শেষবারের মতো তাঁদের মুখ দেখে যাচ্ছেন। বিস্তারিত পড়ুন...
সড়ক বিভাজকের পাশে পড়ে ছিল প্লাস্টিকের একটি বস্তা। কে বা কারা রটিয়ে দেয়, এতে মানুষের লাশ থাকতে পারে। সন্দেহের ডালপালা বাড়তে বাড়তে অনেকে জড়ো হয় সেখানে। কিন্তু কেউই এগিয়ে গিয়ে দেখছিল না এতে কী আছে। পরে খবর পেয়ে সেখানে আসে পুলিশ। বস্তাটির মুখ খোলার পর বেরিয়ে আসতে থাকে রাবার দিয়ে বাঁধা গোছা গোছা চুল। বিস্তারিত পড়ুন...
সরকারের নির্বাহী আদেশে এক বছরের মধ্যে আবারও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ল। সরকারি-বেসরকারি সব ধরনের বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে গড়ে ইউনিটপ্রতি ৭৫ পয়সা আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে গড়ে ইউনিটপ্রতি ৭০ পয়সা। এতে বাসাবাড়িতে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি ২৮ পয়সা আর সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য ১ টাকা ৩৫ পয়সা বেড়েছে। সেচে ব্যবহৃত বিদ্যুতের দাম বেড়েছে ইউনিটপ্রতি ৪৩ পয়সা।
বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পণ্যবাহী উড়োজাহাজ থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য খাবার ফেলা হয়েছে। গাজায় প্রবেশমুখগুলো অবরোধ করে রেখেছে ইসরায়েল। সেই সঙ্গে অবরুদ্ধ গাজায় নির্বিচার বোমা হামলার কারণে মানবিক সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলোর এমন অভিযোগের পর এটাই গাজাবাসীর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথম সহায়তা দেওয়ার ঘটনা। বিস্তারিত পড়ুন...
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি তিনি কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। সেখানে উঠে আসে তাঁর অভিনয়ে আসা, অভিনয়ের প্রতি ভালোবাসা, নাটক ছেড়ে বড় পর্দায় নাম লেখানো, দুই বাংলায় চলচ্চিত্র পুরস্কারসহ নানা প্রসঙ্গ। বাদ যায়নি ব্যক্তিগত জীবন প্রসঙ্গও। তাঁকে বিচ্ছেদ নিয়েও প্রশ্ন করা হয়েছিল। বিস্তারিত পড়ুন...