সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার খবরটি। পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সংশ্লিষ্ট খবরগুলোতে পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া মতামত, আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের পর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন...

এক চাকরিজীবনে বহু অনিয়মের সঙ্গী

মো. সহিদ হোসেন সেলিম
ছবি: সংগৃহীত

সরকারের অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, তিনি অনিয়মের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন। তাই তাঁর চাকরি অবৈধ। কর্মজীবনে তিনি নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িত ছিলেন বলে একাধিক তদন্তে উঠে আসে। একবার তাঁর পদাবনতিও হয়। বিস্তারিত পড়ুন...

সরকারি কর্মচারীরা কি নিজেরা নিজেদের বিপদে ফেলছেন

২০১৫ সালের সর্বশেষ পে স্কেলের সময়ই কিন্তু বলা হয়েছিল, ভবিষ্যতে আর কোনো পে স্কেল দরকার হবে না। নিয়মতান্ত্রিকভাবে ৫ শতাংশ করে ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে, যা মূল্যস্ফীতিকে সমন্বয় করবে। যাঁরা প্রস্তাবনা করেছিলেন, তাঁরা কীভাবে জানলেন মূল্যস্ফীতি ৫ শতাংশের মধ্যে থাকবে? তাহলে এখন দায়টা কার? বিস্তারিত পড়ুন...

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের নেপথ্য কারণ কী

ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে
ছবি: এএফপি

গত রোববারের এ দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলা হচ্ছে। তবে এর নেপথ্যে আরও কিছু কারণ নিয়েও চলছে আলোচনা। বিস্তারিত পড়ুন...

অপি করিম ও ইন্তেখাব দিনারের কাছে ফুল বিক্রি করছে, শিশুটি এখন নায়ক

অপি করিম ও ইন্তেখাব দিনারের কাছে ফুল বিক্রি করা শিশুটি এখন জনপ্রিয় নায়ক। ছবি: ফেসবুক

অনেক দিন ধরেই ফেসবুক একটি স্থির ছবি ঘুরছে। অভিনয়শিল্পী অপি করিম ও ইন্তেখাব দিনারের কাছে ফুল বিক্রি করছে শিশু। এটি একটি নাটকের দৃশ্য। কিন্তু চেনা যায় না পাশের শিশুটি কে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন