সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার। সাংবাদিকতা দিয়ে পেশাজীবন শুরু হয়েছিল। এখন অবশ্য তাঁর পরিচয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে।বাংলাদেশে ইতিহাস, ভ্রমণ, তথ্যবহুল কনটেন্ট ক্রিয়েটরের কথা বলতে গেলে তাঁর নাম আসবে প্রথম সারিতে। বলছি সালাহউদ্দীন সুমনের কথা। এ সংক্রান্ত প্রতিবেদনটিতে আজ পাঠকের আগ্রহ দেখা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  নতুন উপাচার্য হিসেবে আজ বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক দীন মো. নূরুল হক। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এসব সংবাদে পাঠক বেশি পড়েছে। এ ছাড়া আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

চাকরি ছেড়ে হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর, এখন মাসে আয় লাখ টাকার বেশি

ইতিহাসভিত্তিক বাংলা কনটেন্ট দিয়েই সালাহউদ্দীন সুমন জয় করেছেন মানুষের মন
ছবি : সুমন ইউসুফ

লেখাপড়া শেষে পেশাজীবন শুরু করেছিলেন সাংবাদিকতা দিয়ে। এখন অবশ্য তাঁর পরিচয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে। বিস্তারিত পড়ুন...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

প্রকাশিত ফলাফলে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০ দশমিক শূন্য ৭ শতাংশ। বিজ্ঞান ইউনিটে এ হার ৮ দশমিক ৮৯ শতাংশ। ব্যবসায় শিক্ষায় ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। আর চারুকলা ইউনিটে পাসের হার ১১ দশমিক ৭৫ শতাংশ। বিস্তারিত পড়ুন...

শাকিবের ‘তুফান’ জন্মদিন! চমকে দিলেন নতুন লুকে

তুফান–এ শাকিব খান
ছবি: সংগৃহীত

লম্বা কোঁকড়ানো চুলে সাদা রোদচশমা, গলায় লকেট পরে সোফায় বসে আছেন হিরো! পাশেই মেশিনগান! বিস্তারিত পড়ুন...

বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারিতে বিজেপি, এবার শাস্তি পাবে: বললেন অর্থমন্ত্রীর স্বামী

পরকলা প্রভাকর
ছবি: এক্স থেকে নেওয়া (সাবেক টুইটার)

ভোটের মুখে নির্বাচনী বন্ড যদি বিজেপির বোঝা হয়ে ওঠে, তা হলে তার ওপর শাকের আঁটি হয়ে উঠল কেন্দ্রীয় সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণের মন্তব্য। বিস্তারিত পড়ুন...

আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে বাংলাদেশের শরফুদ্দৌলা

আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে এসেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ।
প্রথম আলো

বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে এসেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ। বিস্তারিত পড়ুন ...

বাংলাদেশ থেকে আরও পড়ুন