এবার বার্লিন ম্যারাথন সম্পন্ন করলেন আয়রনম্যান আরাফাত

বার্লিন ম্যারাথন সম্পন্ন করার পর মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত
ছবি: সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনে ‘বিএমডব্লিউ বার্লিন ম্যারাথন ২০২৩’-এ দৌড়ে সফল হয়েছেন বাংলাদেশের ট্রায়াথলন ক্রীড়াবিদ (ট্রায়াথলেট) মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। ৪২ দশমিক ২ কিলোমিটারের এই ম্যারাথন দৌড়ে ১৫৬টি দেশের ৪৭ হাজার ৯১২ ক্রীড়াবিদ অংশ নেন। বার্লিন ম্যারাথনের ৪৯তম বার্ষিক আয়োজন আজ রোববার অনুষ্ঠিত হলো।

২ ঘণ্টা ৫১ মিনিট ৩৫ সেকেন্ড সময় নিয়ে আরাফাত বার্লিন ম্যারাথনের দৌড় শেষ করেন। তাঁর অবস্থান ১ হাজার ৬২০তম। নিজের বয়স গ্রুপে (৩০-৩৪ বছর) আরাফাতের অবস্থান ৪০৮তম।

মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত
ছবি: সংগৃহীত

ম্যারাথন শেষ করার পর বার্লিন থেকে মুঠোফোনে আরাফাত প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি দুইটি আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষ করার পর বার্লিন ম্যারাথন শেষ করে বেশ ভালো লাগছে। বিশ্বের শীর্ষ ছয়টি ম্যারাথন দৌড়ে অংশ নেওয়া আমার লক্ষ্য। আজ একটি সম্পন্ন হলো।’

বার্লিন ম্যারাথনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এবারের ম্যারাথনে ২ ঘণ্টা ২ মিনিট ৪২ সেকেন্ড সময় নিয়ে শীর্ষ স্থান দখল করেন কেনিয়ার ইলিয়াড কিপচোগে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন কেনিয়ার ভিনসেন্ট কিপকোমই (২ ঘণ্টা ৩ মিনিট ১৩ সেকেন্ড) ও ইথিওপিয়ার ট্যাডেসে ট্যাকেলে (২ ঘণ্টা ৩ মিনিট ২৪ সেকেন্ড)।
নারীদের মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছেন ইথিওপিয়ার টিগস্ট সেফা (২ ঘণ্টা ১১ মিনিট ৫৩ সেকেন্ড)। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন কেনিয়ার শিলা চেপকিরুই (২ ঘণ্টা ১৭ মিনিট ৪৯ সেকেন্ড) ও তানজানিয়ার ম্যাগডেলেনা শাউরি (২ ঘণ্টা ১৮ মিনিট ৪১ সেকেন্ড)।

বার্লিন ম্যারাথনের ওয়েবসাইটে আরাফাতের ফলাফল
ছবি: সংগৃহীত

পেশাগত জীবনে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত গত ২৭ আগস্ট ফিনল্যান্ডে আয়রনম্যান ৭০ দশমিক ৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সফলভাবে শেষ করেন। এরপর ১০ সেপ্টেম্বর ফ্রান্সে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা সম্পন্ন করেন। আজ তিনি বার্লিন ম্যারাথন ২০২৩ সম্পন্ন করলেন। আগামী ৭ অক্টোবর আরাফাত আয়রনম্যান মালয়েশিয়ায় অংশ নেবেন।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন