সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১২ ফেব্রুয়ারি, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মাথায় হেলমেট, হাতে গ্লাভস পরা লাশ ভেসে এল নাফ নদীতে

মিয়ানমার সীমান্ত থেকে বালুখালীর তেলিপাড়া খালে লাশ ভেসে আসার পর উৎসুক মানুষের ভিড়। আজ বেলা দেড়টায়
ছবি জুয়েল শীল

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীর তেলিপাড়া খালে মাথায় হেলমেট ও হাতে গ্লাভস পরা একটি লাশ ভেসে এসেছে। রোববার দুপুর দেড়টায় লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজনের ধারণা, লাশটি মিয়ানমারের নিরাপত্তাবাহিনী কিংবা বিদ্রোহী কোনো গোষ্ঠীর সদস্যের হতে পারে। তবে এ ব্যাপারে নিশ্চিত কোনো কিছু বলতে পারেনি পুলিশ। বিস্তারিত পড়ুন...

স্বাস্থ্যমন্ত্রীকে যে বিষয়গুলো মোকাবিলা করতে হবে

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন
ফাইল ছবি

স্বাস্থ্য খাতের সত্যিকারের উন্নতির জন্য স্বাস্থ্যব্যবস্থার কাঠামো ও আইনের রূপান্তরমূলক সংস্কার করতে হবে। এর পাশাপাশি কাজের সংস্কৃতিতে জবাবদিহি নিশ্চিত করতে হবে। এসব কাজের ক্ষেত্রে নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন কোন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তা নিয়ে এই লেখা। বিস্তারিত পড়ুন...

বিশ্বসেরা প্রকৌশলীদের তালিকায় বাংলাদেশের ড. তাহের

ধরুন, আপনার রক্তনালিতে ঘুরে বেড়াচ্ছে ক্ষুদ্রাতিক্ষুদ্র রোবট। এই জৈব রোবটের কাজই হলো শিরা-ধমনি ঘুরে ঘুরে ক্যানসারসহ নানা রোগের ক্ষতিকর কোষ খুঁজে খুঁজে ধ্বংস করা। এমনই চমকপ্রদ এক গবেষণায় নেতৃত্ব দেওয়ার সুবাদে বিরল এক সম্মাননা পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক, ঢাকার সন্তান অধ্যাপক তাহের এ সাইফ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের (এনএই) সদস্যপদ পেয়েছেন তিনি। দেশটির ইউনিভার্সিটি অব ইলিনয়, আর্বানা-শ্যাম্পেইনে প্রায় ২৫ বছর ধরে জৈব রোবট নিয়ে গবেষণা করছেন এই অধ্যাপক।
বিস্তারিত পড়ুন...

পাকিস্তানে কে প্রধানমন্ত্রী হবেন সেটাও বলে দেবেন সেনাপ্রধান!

৭৬ বছর বয়সী পাকিস্তানে অর্ধেক সময় কেটেছে সরাসরি সামরিক শাসনে। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী মেয়াদ পূরণ করতে পারেননি। বরং অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন সোহরাওয়ার্দীসহ বেশির ভাগকে জেল খাটতে হয়েছে ক্ষমতাচ্যুতির পর। বিস্তারিত পড়ুন...

পাকিস্তানে ২৬৪ আসনে ফল ঘোষণা, নতুন আসনগুলোয় জিতল কারা

পাকিস্তানে নির্বাচনের দ্রুত ফল ঘোষণার দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ করে পাকিস্তান তেহেরিক–ই–ইনসাফ ও জামাত–ই–ইসলামীর সমর্থকেরা
ছবি: রয়টার্স

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে তিন দিন ধরে ফলাফল ঘোষণা করা হলো। রোববার বাংলাদেশ সময় বেলা একটার দিকে ২৬৪টিতে ফল ঘোষণা করা হয়েছে। ভোট ও ফল ঘোষণা স্থগিত আছে দুটি আসনে। পাকিস্তানের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটের ফলাফল তুলে ধরা হয়েছে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন