শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। আজ রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে কয়েক হাজার দোকান পুড়ে গেছে। দিনভর এ–সংক্রান্ত নানা খবর প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। সেসব প্রতিবেদনে পাঠকের সাড়াও লক্ষ করা গেছে যথেষ্ট। রাশিয়া–ইউক্রেনের যুদ্ধ নিয়ে একাধিক প্রতিবেদন ছিল আজ। বিশ্বব্যাংক চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আজ। রয়েছে এ–সংক্রান্ত প্রতিবেদন। এ ছাড়া আছে বিনোদন ও ক্রীড়া বিভাগের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আর আগুন ছড়াবে না। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করেছে। বিস্তারিত পড়ুন...
বিশ্বব্যাংক বলেছে, পরের অর্থবছরে অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৬ দশমিক ২ শতাংশে উন্নীত হতে পারে। বিশ্বব্যাংক মনে করছে, মূল্যস্ফীতির চাপ কমে এলে মধ্য মেয়াদে বাংলাদেশের প্রবৃদ্ধির হার বাড়বে। বিস্তারিত পড়ুন...
ইউক্রেনে আগ্রাসন শুরুর পর পুতিন বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে উত্তেজনা তুঙ্গে তোলেন। তিনিই আবার সম্পূর্ণ বিপরীত অবস্থানে গিয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন। অথবা বলা চলে, কয়েক ঘণ্টার জন্য সেটা করেন। বিস্তারিত পড়ুন...
‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমায় রবি কিষানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে সিনেমার নির্মাতাদের কাছে তিনি অদ্ভুত এক আবাদার করেন। সেটি হলো শুটিংয়ের সময় গোসলের জন্য প্রতিদিন ২৫ লিটার গরুর দুধ এবং ঘুমানোর জন্য ফুলের পাপড়ি বিছানো বিছানা চেয়ে বসেন তিনি। বিস্তারিত পড়ুন...
গুজরাটের বিপক্ষে মাঠে নামার আগে শক্তি বেড়েছে দিল্লির। দলের সঙ্গে যোগ দিয়েছেন আনরিখ নর্কিয়া ও লুঙ্গি এনগিডি। দিল্লির পেস বোলিং লাইনআপে শক্তি বাড়াতেই মূলত প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে মোস্তাফিজের। মোস্তাফিজের এখন দলে জায়গা পাওয়ার জন্য লড়াই করতে হবে নর্কিয়ার সঙ্গে। বিস্তারিত পড়ুন...