গুজরাটের বিপক্ষে কি খেলবেন মোস্তাফিজ?

এই ম্যাচে কি একাদশে দেখা যাবে মোস্তাফিজকে?ছবি: সংগৃহীত

৫০ রানের হার দিয়ে এবারের আইপিএল মৌসুম শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। ভাড়া করা বিমানে ঘটা করে গেলেও লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে সেই ম্যাচে সুযোগ মেলেনি বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের।

সেই হারের ধাক্কা সামলে দিল্লির ঘুরে দাঁড়ানোর লড়াইটা আরও চ্যালেঞ্জিং। ডেভিড ওয়ার্নারের দলকে এবার খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের বিপক্ষে। প্রশ্ন হচ্ছে, ঘুরে দাঁড়ানোর এই ম্যাচে কি একাদশে দেখা যাবে মোস্তাফিজকে?

আরও পড়ুন

গুজরাটের বিপক্ষে মাঠে নামার আগে শক্তি বেড়েছে দিল্লির। দলের সঙ্গে যোগ দিয়েছেন আনরিখ নর্কিয়া ও লুঙ্গি এনগিডি।  দিল্লির পেস বোলিং লাইনআপে শক্তি বাড়াতেই মূলত প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে মোস্তাফিজের। মোস্তাফিজের এখন দলে জায়গা পাওয়ার জন্য লড়াই করতে হবে নর্কিয়ার সঙ্গে।

দিল্লিতে মোস্তাফিজের অধিনায়ক ওয়ার্নার
ছবি: টুইটার

কারণ, তিন মৌসুম ধরে দিল্লি বোলিং শক্তির অন্যতম প্রধান অস্ত্র নর্কিয়া। গত মৌসুমে কিছুটা নিষ্প্রভ থাকলেও এর আগের দুই মৌসুমে আলো ছড়িয়েছেন এই প্রোটিয়া পেসার। ২০২২ সালের আইপিএলে ৬ ম্যাচে ৯.৭২ ইকোনমিতে মাত্র ৯ উইকেট নিলেও তাঁর ওপর ভরসা হারায়নি দল। যে কারণে নিলামে দিল্লি তাঁকে ধরে রেখেছে।

গত ম্যাচে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে দিল্লিতে বিদেশি ক্রিকেটার হিসেবে ছিলেন মিচেল মার্শ, রোভম্যান পাওয়েল ও রাইলি রুশো। বিদেশি চারজন ক্রিকেটারই ছিলেন ব্যাটসম্যান।

মূলত দলে চেতন সাকারিয়া ও খলিল আহমেদের মতো দুজন ভারতীয় বাঁহাতি পেসার থাকায় মোস্তাফিজকে বিবেচনা করেনি দিল্লি। এই দুই পেসারের সঙ্গে দলে ছিলেন তরুণ ভারতীয় পেসার মুকেশ কুমার। এই তিন পেসারই ১৪০ কিলোমিটারের বেশি গতিতে ধারাবাহিকভাবে বল করতে পারেন না। যে কারণে দিল্লির পেস আক্রমণে নর্কিয়াকে বিশেষ প্রয়োজন। তাঁর যুক্ত হওয়া নিশ্চিতভাবেই গতির দিক থেকে দিল্লিকে বাড়তি সুবিধা দেবে।

আরও পড়ুন

আর দিল্লির একাদশে নর্কিয়া সুযোগ পেলে মোস্তাফিজের জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। একাদশ থেকে সে ক্ষেত্রে বাদ পড়তে হবে পাওয়েল কিংবা রুশোকে। অধিনায়ক হওয়ায় ওয়ার্নারের জায়গা নিয়ে প্রশ্ন নেই। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হলেও এই ম্যাচেও মার্শের খেলার সম্ভাবনাই বেশি। সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে থাকলেও পাওয়েল কিংবা রুশোকে জায়গা হারাতে হবে। এঁদের যে কারও জায়গায় একাদশে ঢুকতে পারেন মনিশ পান্ডে।

ভাড়া করা বিমানে দেশ ছেড়েছিলেন মোস্তাফিজ
ছবি: সংগৃহীত

তবে বিশেষ কোনো পরিকল্পনার অংশ হিসেবে দলে নর্কিয়ার জায়গায় খেলতে পারেন মোস্তাফিজ। তাহলে হয়তো খলিল কিংবা সাকারিয়াকে একাদশের বাইরে থাকতে হবে। গত ম্যাচে ৪ ওভারে ৫৩ রান দেওয়া সাকারিয়ারই বাইরে থাকার সম্ভাবনা বেশি।

পেস অ্যাটাকে সে ক্ষেত্রে যোগ হতে পারে ১৪০ কিলোমিটারের বেশি গতিতে নিয়মিত বল করা ভারতীয় পেসার কমলেশ নাগারকটি। আবার এত সব সমীকরণ না ভেবে প্রথম ম্যাচের হারে একটুও বিচলিত না হয়ে একই একাদশ নিয়েও মাঠে নামতে পারে দিল্লি।

আরও পড়ুন

আইপিএলে একাদশে না থাকলেও ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ থাকে ক্রিকেটারদের। মোস্তাফিজের ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলাটাও কঠিন। কারণ, বিদেশি কোনো ক্রিকেটারকে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে দলে নিতে হলে প্রথম একাদশে তিনজন বিদেশি ক্রিকেটার রাখতে হবে। দিল্লি কি সেই ঝুঁকিটা নেবে? সব মিলিয়ে মোস্তাফিজের দিল্লির দলে জায়গা পাওয়াটা কঠিনই বলতে হবে।