৬ দিনেও খোঁজ মেলেনি তাওসিফ জাওয়াদের
অনলাইনে শিক্ষাদানকারী প্রতিষ্ঠান শিখো ডটকমের ব্যবসা শাখার কর্মকর্তা তাওসিফ জাওয়াদ আহমেদের খোঁজ এখনো মেলেনি। ছয় দিন পেরিয়ে গেলেও তাঁর জিডির (সাধারণ ডায়েরি) তদন্তেও কোনো অগ্রগতির তথ্য জানাতে পারেনি হাতিরঝিল থানা পুলিশ। তাওসিফের পরিবারও নিখোঁজের বিষয়ে কোনো ধারণাই করতে পারছে না।
১২ সেপ্টেম্বর রাত ৯টার পর থেকে তাঁর খোঁজ নেই বলে জানিয়েছে পরিবার। তিনি পরিবারের সঙ্গে রামপুরা এলাকায় বসবাস করতেন। রাত ৯টার দিকে তিনি রামপুরা বাজার এলাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে বের হন। এরপর আর বাসায় ফেরেননি। এ ঘটনায় তাওসিফের বোন তানজিনা আহমেদ হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন আজ সোমবার প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত তদন্তে কোনো অগ্রগতি নেই। তিনি আত্মগোপনে গিয়েছেন নাকি তাঁকে কেউ অপহরণ করেছেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তাওসিফের বোন তানজিনা আহমেদ প্রথম আলোকে বলেন, ‘তাওসিফ শিখো ডটকমের বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বিভাগে কাজ করে। সে আত্মগোপনে যাবে, এটা হতেই পারে না। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সে বুথ থেকে টাকা তুলে বের হয়েছে। কিন্তু পরে আর কোনো ফুটেজে তাকে স্পষ্ট বোঝা যায়নি। তার সঙ্গে কারও শত্রুতাও নেই। এখন ছিনতাইকারী, অজ্ঞান পার্টি বা মলম পার্টির খপ্পরে পড়েছে কি না, সেটা বুঝতে পারছি না। পুলিশকে এখন পর্যন্ত আন্তরিক মনে হয়েছে। তবু তার খোঁজ মিলছে না।’
তাওসিফ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন। শেষ তিনি শিখো ডটকমে যোগ দেন।