চট্টগ্রামে ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় তলিয়ে গেছে বিভিন্ন এলাকা

ঘূর্ণিঝড় রিমালের কারণে প্রবল বৃষ্টিতে চট্টগ্রাম নগরের আকবরশাহ সিডিএ এলাকায় জলাবদ্ধতা হয়। আজ সকাল নয়টায়ছবি: জুয়েল শীল

ঘূর্ণিঝড় রিমালের কারণে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। রোববার রাতে বৃষ্টি শুরু হয়। এখনো চলছে। বৃষ্টিতে আজ সোমবার সকালে নগরের নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকায় পানি উঠতে শুরু করে। সকাল সকাল নগরের প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলি তলিয়ে যায়। অনেক বাড়ি–দোকানেও পানি ঢুকেছে।

চলতি মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জলাবদ্ধতায় পড়তে হলো চট্টগ্রাম নগরের বাসিন্দাদের। এতে আজ সকালে অফিসগামী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেকেই ব্যবসাপ্রতিষ্ঠানে যেতে পারছেন না। ঘরে পানি ঢোকায় পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন অনেকে।

চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় রিমালের কারণে ভারী বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম নগরের চকবাজার, ডিসি সড়ক, কে বি আমান আলী সড়ক, বাকলিয়া, দুই নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, মেহেদীবাগ, চান্দগাঁও আবাসিক এলাকা, প্রবর্তক মোড়, কাপাসগোলা, কাতালগঞ্জ, এম এম আলী সড়ক, হালিশহরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

নগরের ডিসি সড়কের গণি কলোনি এলাকার বাসিন্দা কামাল উদ্দিন সকাল নয়টায় প্রথম আলোকে বলেন, নগরের আন্দরকিল্লায় তাঁর প্রিন্টিং প্রেসের দোকান রয়েছে। প্রতিদিন সকাল সকাল দোকান খুলি। কিন্তু আজকে ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনের রাস্তা পানিতে ডুবে গেছে। যেকোনো সময় ঘরেও পানি ঢুকে যেতে পারে। এখন রাস্তার ওপর যে পরিমাণ পানি, তাতে ঘর থেকে বের হওয়া সম্ভব নয়।

ঘরে পানি ঢুকে পড়ায় কাজে যেতে পারেননি নগরের চকবাজারের মুহম্মদ আলী শাহ লেনের বাসিন্দা আবদুল হামিদ। তিনি মুঠোফোনে জানান, সকালেই ঘরে পানি ঢুকেছে। আবার যেখানে চাকরি করেন সেই ডিসি সড়কেও পানি। জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হতে পারছেন না তিনি।

আরও পড়ুন
চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় জমেছে পানি
ছবি: জুয়েল শীল

জরুরি কাজ থাকায় সকালে বাসা থেকে বের হয়েছিলেন বেসরকারি চাকরিজীবী স্বপন ইসলাম। নগরের চান্দগাঁও আবাসিকে থাকেন তিনি। বললেন, বৃষ্টিতে এলাকায় পানি উঠেছে। পাশের এলাকা বহদ্দারহাট ও মুরাদপুরেও পানি। রাস্তাঘাটে তেমন গাড়ি ছিল না। কয়েকটি রিকশা থাকলেও ভাড়া বেশি চাইছে। তাই পানি ডিঙিয়ে হেঁটে বাসা থেকে মুরাদপুরে যেতে হয়েছে। 

আরও পড়ুন

এর আগে ৬ মে এক দফা জলাবদ্ধতায় ডুবেছিল চট্টগ্রাম নগর। ওই দিন বিকেলে টানা এক ঘণ্টার বৃষ্টিতে বন্দর নগরীর নিচু এলাকা তলিয়ে যায়। নগরের পাঁচলাইশ, প্রবর্তক মোড়, ২ নম্বর গেট, মুরাদপুর, শুলকবহর, মির্জাপুল, ওয়াসা মোড়, তিন পোলের মাথা, আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা, চকবাজার, এম এম আলী সড়ক, বহদ্দারহাট এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। কোথাও কোথাও গোড়ালি থেকে হাঁটুসমান পানি জমেছিল।

আরও পড়ুন