ট্রেনে আগাম টিকিটে ভোগান্তিহীন ঈদযাত্রা শুরু

ট্রেনপ্রতীকী ছবি

আগাম টিকিটে আজ বুধবার থেকে ঘরমুখী মানুষের ট্রেনে করে ঈদযাত্রা শুরু হয়েছে। তবে এবার যাত্রীদের উপচেপড়া ভিড় নেই। পবিত্র ঈদুল ফিতরের আট দিন আগে আগাম টিকিটে এ ঈদযাত্রা শুরু হওয়ায় ভোগান্তি ছাড়াই মফস্‌সল ও গ্রামে ফিরতে পারছে মানুষ।

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে জয়ন্তিকা এক্সপ্রেস। ট্রেনটির পরিচালক হাসান সিকদার প্রথম আলোকে বলেন, ঈদের আগামযাত্রা শুরু হলেও যাত্রীদের চাপ নেই। স্বাভাবিক সময়ের চেয়েও আজ যাত্রী কম।

সরকারি ছুটি শুরু না হওয়ায় যাত্রীর চাপ নেই উল্লেখ করে হাসান সিকদার বলেন, আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে যাত্রীর চাপ কিছুটা বাড়তে পারে।

কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই ছিলেন এমন তিন প্রত্যক্ষদর্শী (রেলের কর্মী) প্রথম আলোকে বলেন, সকালে যাত্রীর খুব একটা চাপ ছিল না। ছুটিছাটা এখনো শুরু না হওয়ায় ঘরমুখী মানুষের ভিড় নেই।

আগাম টিকিটে ঈদযাত্রার প্রথম দিন ঢাকার বাইরে স্বজনের কাছে ছুটে গেছেন অনেকেই। এক দিন ছুটি নিয়ে আজই যাত্রা করেছেন সাভারের সিআরপির শিক্ষার্থী অং সা চিন মারমাও।

আরও পড়ুন

বেলা সোয়া ১১টার দিকে কমলাপুর রেলস্টেশনে তিনি প্রথম আলোকে বলেছেন, তাঁদের প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হবে ৫ এপ্রিল। আগাম ছুটি নিয়ে আজই চট্টগ্রামে স্বজনের কাছে চলে যাচ্ছেন তিনি।

১০ এপ্রিল সম্ভাব্য ঈদের দিন ধরে বাংলাদেশ রেলওয়ে গত ২৪ মার্চ থেকে যাত্রীদের মধ্যে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল। আজ ৩ এপ্রিল শুরু হয়েছে অগ্রিম টিকিটে যাত্রা।

আরও পড়ুন