বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফির জামিন হয়নি

জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফিছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেই কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফির জামিন হয়নি। মিথ্যা পরিচয়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় তাঁর জামিন প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় জামিন চেয়ে তাঁর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার শুধু রুল দেন।

এর আগে ওই মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে গত ১ ফেব্রুয়ারি বিফল হন কারাগারে থাকা মিয়া আরেফি। এরপর গত মাসে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি, যা আজ শুনানির জন্য ওঠে।

আদালতে মিয়া আরেফির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন আইনজীবী এস এম ইউনুস আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।

আরও পড়ুন

পরে আইনজীবী এস এম ইউনুস আলী প্রথম আলোকে জানান, যে ধারায় মামলা করা হয়েছে, তা জামিনযোগ্য। ৬ মাস ১৫ দিন ধরে আরেফি কারাগারে আছেন, এমন যুক্তিতে জামিন চাওয়া হয়। আদালত জামিন না দিয়ে শুধু রুল দিয়েছেন। ওই মামলায় কেন আরেফিকে জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরপর জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সেখানে লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী ও বিএনপির নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। এর পরদিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়া আরেফিকে আটক করে পুলিশ। সেদিনই ‘মিথ্যা পরিচয়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের’ অভিযোগে মিয়া আরেফি, চৌধুরী হাসান সারওয়ার্দী ও বিএনপির নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে পল্টন থানায় ওই মামলা করেন মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি।

আরও পড়ুন