আশ্বাসে কর্মসূচি স্থগিত অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের
চাকরিতে পুনর্বহালের দাবিতে সোমবার সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন অব্যাহতি পাওয়া পুলিশের শিক্ষানবিশ উপপরিদর্শকেরা (এসআই)। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের আশ্বাসে কর্মসূচি স্থগিতের কথা জানান তাঁরা।
সোমবার সকাল ৯টা থেকে সচিবালয়ের সামনে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেন। বেলা দুইটার দিকে তাঁরা কর্মসূচি স্থগিত করেন। সমস্যা সমাধানে ১২ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করেছেন বলেও জানান আন্দোলনকারীরা।
সম্প্রতি সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ ৩২১ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরিতে পুনর্বহালের দাবিতে রোববার সচিবালয়ের সামনে তাঁরা প্রথম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষানবিশ এসআই থেকে অব্যাহতি পাওয়া রবিউল ইসলাম সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, চাকরিতে পুনর্বহালের দাবিতে সকাল ৯টার দিকে তাঁরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। পরে তাঁদের তিনজনের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের সঙ্গে দেখা করে। সচিব তাদের আশ্বাস দিয়েছেন, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন। তিনি ১২ জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছেন।
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা বলছেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। এভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় তাঁদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। এতে তাঁরা ও তাঁদের পরিবার অসহায় বোধ করছেন। শিগগিরই তাঁরা এ অবস্থার প্রতিকার চান।