চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আজও অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইরা
চাকরিতে ফেরানোর দাবিতে সচিবালয়ের সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করেছেন অব্যাহতিপ্রাপ্ত ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের সদস্যরা। আজ সোমবার দুপুরে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষানবিশ এসআইয়েরা বলেন, ৪০তম ক্যাডেট ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানের আগেই আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। ১২ জানুয়ারির মধ্যে যদি এ বিষয়ে প্রজ্ঞাপন অথবা লিখিত কোনো অগ্রগতি না দেখি, তাহলে পরবর্তী সময়ে আমরা কঠোর কর্মসূচি দেব।
এসআইয়েরা বলেন, অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ ৩২১ জন ক্যাডেট এসআইয়ের পক্ষে আমাদের মধ্য থেকে ৩ জনের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করি এবং আমাদের সঙ্গে হওয়া মিথ্যা অভিযোগ এবং বৈষম্যের বিষয়ে সার্বিক বিষয়গুলো তুলে ধরি। স্যার আমাদের সব কথা শুনে বলেন যে আমাদের বিষয়ে এত দিন উনি ভ্রান্ত ধারণা নিয়ে ছিলেন। এখন স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন এবং চাকরিতে পুনর্বহাল করার চেষ্টা করবেন।
পুলিশ সূত্র জানায়, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শিক্ষানবিশ ওই এসআইদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের অনেকের বিরুদ্ধে নাশতা না খেয়ে মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়।