সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৬ এপ্রিল, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

তিন দিন পর বাসায় ফিরলেন রুমায় অপহৃত সোনালী ব্যাংক ব্যবস্থাপক

বান্দরবানের রুমা শাখার সোনালী ব্যাংকের অপহৃত ব্যবস্থাপক নেজাম উদ্দীনকে উদ্ধারের পর আজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুপুর ১২টায় বান্দরবানের র‍্যাব কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

বান্দরবানের রুমা থেকে অস্ত্রধারীদের হাতে অপহৃত সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নেজাম উদ্দিন তিন দিন পর শুক্রবার দুপুরে জেলা শহরের বাসায় ফিরেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রুমা বাজার এলাকা থেকে তাঁকে র‍্যাব উদ্ধার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে ব্যাংকে হামলার পর কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একদল অস্ত্রধারী তাঁকে অপহরণ করে।
বিস্তারিত পড়ুন...

‘ছোট্ট একটা ছেলেকে দাঁড় করানো হচ্ছে, আমি তো এমপি ইলেকশনে কারও বিরোধিতা করিনি’

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখছেন জেলা সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা পরিষদ চত্বরে
ছবি: প্রথম আলো।

‘আমি ছোট্ট একটা ছেলের সাথে কনটেস্ট (প্রতিদ্বন্দ্বিতা) করতে যাব কোন দুঃখে? আমাকে অপমান করার জন্য এটা করা হইছে। আমি তো এমপি ইলেকশনে কারও বিরোধিতা করিনি।’ বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ও ইফতার বিতরণ অনুষ্ঠানে ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন দলের জেলা শাখার সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী। আগামী ৮ মে সুবর্ণচর উপজেলা পরিষদের নির্বাচন সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের ওই বিশেষ বর্ধিত সভা ডাকা হয়।
বিস্তারিত পড়ুন...

কারা এই কেএনএফ, তাদের নতুন হামলার নেপথ্যে কী

বান্দরবান জেলার মানচিত্র

ফেসবুকে পেজ খুলে বছর দুয়েক আগে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছিল কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। পাহাড়ের ২ জেলার ৯ উপজেলা নিয়ে একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণাও দেয় তারা। কয়েকটি সশস্ত্র অভিযান চালিয়ে চাঁদাবাজি এবং হত্যার অভিযোগ উঠতে থাকে শুরু থেকেই।
বিস্তারিত পড়ুন...

বিএনপি এখন কোন পথে যাবে

বিএনপির সামনে এখন নানা পথ। ৭ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি এখন কী করবে? সামনে উপজেলা পরিষদ নির্বাচন আছে। এই নির্বাচন নিয়ে বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় পণ্য বর্জন কর্মসূচি নিয়ে বিএনপি কৌশলী অবস্থান নিয়েছে। জামায়াত নিয়ে একসঙ্গে আন্দোলন করার বিষয়টিও আলাপ-আলোচনায় আছে।
বিস্তারিত পড়ুন ...

ইসরায়েলে উচ্চ সতর্কতা: সেনাদের ছুটি স্থগিত, খোলা হচ্ছে আশ্রয়কেন্দ্রও

রেজা জাহেদি
ফাইল ছবি: এএফপি

ইসরায়েল তার প্রতিরক্ষা বাহিনীর সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত করেছে; সেই সঙ্গে জোরদার করেছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়ার ঘটনায় দেশটির সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা মোকাবিলায় তেল আবিব ওই পদক্ষেপ নিয়েছে।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন