সড়কে পানি, ভোর তিনটা থেকে অপেক্ষা

চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ওপর দিয়ে প্রায় কোমরসমান পানি বইছে। আটকা পড়েছে যাত্রীবাহী বাস, চলাচলে দুর্ভোগে পড়েছে মানুষ। চট্টগ্রাম, ৮ আগস্ট
ছবি: জুয়েল শীল

তাঁরা পাঁচ বন্ধু রাত ১১টায় ঢাকা থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে রওনা হয়েছিলেন। গন্তব্য কক্সবাজার। সবাই মিলে তিন দিনের জন্য ঘুরতে যাচ্ছিলেন। কিন্তু ভোর পাঁচটা থেকে তাঁরা আটকা পড়েন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ বাগিচাহাট এলাকায়। সড়কের স্থানে স্থানে পানি উঠে যাওয়ায় তাঁদের বহনকারী গাড়িটি আটকে যায়।

শুধু অনীক সাহা, পাভেল আহমেদদের গাড়ি নয়। চন্দনাইশের গাছবাড়িয়া থেকে কক্সবাজারমুখী গাড়িগুলোর লাইন পড়ে যায়। কেউ রাত তিনটায়, কেউ রাত চারটা থেকে এই ভোগান্তিতে পড়েছেন। চন্দনাইশের হাশিমপুর কসাইপাড়া থেকে লোহাগাড়া পর্যন্ত ১৮ কিলোমিটার পর্যন্ত এলাকায় জায়গায় জায়গায় সড়ক পানিতে ডুবে রয়েছে। দুই দিকের গাড়ি ও যাত্রীরা আটকে রয়েছেন। সড়কের ওপর প্রায় কোমরসমান থেকে বুকসমান পানি।

দক্ষিণ হাশিমপুর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ওপর দিয়ে প্রায় কোমরসমান পানি বইছে। চট্টগ্রাম, ৮ আগস্ট
ছবি: জুয়েল শীল

অনীক সাহাদের সঙ্গে দেখা হয় কসাইপাড়া এলাকায়। অনীক বলেন, ‘তাঁদের গাড়ি গাছবাড়িয়া এলাকায়, অর্থাৎ আরও চার কিলোমিটার পেছনে। আমরা হেঁটে সামনে চলে এসেছি। এত পানিতে কীভাবে গাড়ি যাবে?’

অনীকের সঙ্গে ছিলেন পাভেল। তাঁদের অপর তিন বন্ধু গাড়িতেই রয়েছেন। দুজন পরিস্থিতি দেখার জন্য বের হয়েছিলেন। পাশাপাশি কিছু খাবার পাওয়া যায় কি না, তা দেখছিলেন। কিন্তু দু–একটা দোকান থাকলেও কোনো খাবার পাওয়া যাচ্ছিল না।

আরও পড়ুন

পাভেল বলেন, ‘ভোর পাঁচটা থেকে এই জায়গায় আছি। কোথায় খাওয়া, কোথায় কী! কখন যে সড়ক খুলবে, তা–ও বোঝা যাচ্ছে না। জায়গায় জায়গায় নাকি পানি!’
ঢাকার খিলগাঁও এলাকায় থাকেন পাভেল। তাঁদের অপর বন্ধুরা হলেন মনির, আল আমীন ও সাগর। তাঁরা ঢাকায় ব্যবসা করেন। অনেক দিন পর বেড়াতে যাচ্ছিলেন কক্সবাজারে। পাভেল বলেন, ‘আগেও গিয়েছি। তবে এবার বর্ষায় যাওয়ার পরিকল্পনা নিয়েছিলাম। কিন্তু এভাবে যে কষ্টে পড়ব, বুঝিনি।’

সর্বশেষ আজ বিকেল সাড়ে পাঁচটার দিকেও অনিক–পাভেলদের বাস একই জায়গায় ছিল।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দক্ষিণ হাশিমপুর এলাকায় পানি পেরিয়ে গন্তব্যে যাচ্ছেন তিনি। চট্টগ্রাম, ৮ আগস্ট
ছবি: জুয়েল শীল

চন্দনাইশের কসাইপাড়া যেখান থেকে পানি উঠেছে, সেখানে থেমে আছে বেঙ্গল পরিবহনের একটি বাস। কক্সবাজারমুখী বাসটির চালক মো. রুবেল বলেন, ‘রাত তিনটা থেকে এই জায়গায় আটকা পড়েছি। গাড়িতে তেল কম। তাই এসি বন্ধ করে বসে আছি। যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়েছেন। কখন নাগাদ গাড়ি চলাচল শুরু হবে, তা জানি না।’

দুর্ভোগ মেনে নিয়ে গন্তব্যে যাচ্ছে মানুষ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দক্ষিণ হাশিমপুর এলাকায়। চট্টগ্রাম, ৮ আগস্ট
ছবি: জুয়েল শীল

ওই গাড়ির যাত্রী জাহিদুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে আটটায় ঢাকা থেকে রওনা হয়েছি। কিন্তু এখানে এসে রাত তিনটা থেকে আটকে আছি। কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজে আমরা সাতজন যাচ্ছিলাম। এক মাসের জন্য সেখানে যাচ্ছিলাম। কিন্তু কখন যে পৌঁছাব, জানি না।’

চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিমরান মো. সায়েক বলেন, বিভিন্ন জায়গায় পানি ওঠার কারণে কক্সবাজার ও বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ ভোর থেকে বন্ধ হয়ে আছে। বিভিন্ন জায়গায় গাড়িও নষ্ট হয়ে গেছে।

আজ মঙ্গলবার সকালে হাশিমপুর এলাকায় পানির মধ্যে একটি ট্রাক উল্টে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোমরসমান পানিতে স্থানীয় লোকজনকে জাল মেরে মাছ ধরতে দেখা যায়। শত শত লোক জাল নিয়ে নেমে পড়েছেন পানিতে।

আরও পড়ুন
আরও পড়ুন